নওগাঁ-৬ আসনের আত্রাইয়ে নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর

  • Update Time : ০৯:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 116

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থীর নির্বাচনী একটি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ব্যানার ছিরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়াপাড়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম জানান, রবিবার সন্ধ্যায় হাতিয়াপাড়া মোড়ে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। প্রচার-প্রচারণা শেষে রাতে নেতাকর্মীরা যে যার মতো বাড়ি চলে যায়। রাতের অন্ধকারে কে বা কাহারা ওই নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানার ছিরে ফেলেছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে এসিল্যান্ডসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁ-৬ আসনের আত্রাইয়ে নৌকার নির্বাচনী অফিসে ভাঙচুর

Update Time : ০৯:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থীর নির্বাচনী একটি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ব্যানার ছিরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়াপাড়া গ্রামে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম জানান, রবিবার সন্ধ্যায় হাতিয়াপাড়া মোড়ে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। প্রচার-প্রচারণা শেষে রাতে নেতাকর্মীরা যে যার মতো বাড়ি চলে যায়। রাতের অন্ধকারে কে বা কাহারা ওই নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের পোস্টার ও ব্যানার ছিরে ফেলেছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে এসিল্যান্ডসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।