ঢাবি সমাজবিজ্ঞানের নতুন চেয়ারপার্সন অধ্যাপক জিনাত হুদা
- Update Time : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / 180
মুজাহিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২৫ তম চেয়ারপার্সন হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন অধ্যাপক ড. জিনাত হুদা।
গত ৩০ নভেম্বর ২০২৩ তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। পূর্ব চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলে তিনি এই পদে দায়িত্বপ্রাপ্ত হন।
নতুন চেয়ারপার্সন জিনাত হুদা বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এই বিভাগের প্রখ্যাত খ্যাতিমান শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ সমাজ উন্নয়ন, সমাজ বিকাশ, সামাজিক রাজনৈতিক পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এমন একটি বিভাগের চেয়ারপার্সনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘আমার আকাঙ্খা বিশ্ববিদ্যালয়কে উন্নত্তর পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেই সাথে আমার প্রিয় বিভাগেরও উত্তরোত্তর উন্নতি করতে চাই।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধ্যাপক বলেন, ‘আমাদের সামনে এখন বড় যে সমস্যা সেটা হল যথা সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়া এবং দ্রুত ফলাফল প্রকাশ করা। এবং সেই সাথে যদি কোন সেমিস্টারের পরিক্ষা স্থগিত থাকে বা পিছিয়ে থাকে তাদের শিক্ষা-কার্যক্রমকেও দ্রুত সমাপ্ত করা। যাতে তারা জব মার্কেটের প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য উপযুক্ত হতে পারে। আমি আশা করি বিভাগের সকলের প্রচেষ্টায় আমরা এই সমস্যা সমাধান করতে পারবো।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ বর্তমানে সোনালি সময় পার করছে। কারণ, আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা ভাবছি, পরিবর্তনশীল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করছি, নারীর ক্ষমতায়নের কথা ভাবছি এর সকল কিছুই আমাদের সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত এবং পাঠ্যবিষয়। যা একটি সুন্দর সমাজ ও দেশ বির্নিমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবদান রাখে।’
উল্লেখ্য, অধ্যাপক ড. জিনাত হুদা ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা সমাপ্ত করেন এবং ১৯৯৬ সালে শিক্ষক হিসেবে এই বিভাগে নিয়োগপ্রাপ্ত হন।