মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে: বাহাউদ্দিন নাছিম

  • Update Time : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / 103

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আমাদের দলের অসংখ্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।

এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাংবিধানিকভাবে স্বীকৃত। নির্বাচন যাতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হয় এটাই আমরা চাই। নির্বাচন এমন হবে যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং বিজয়ী করবে। যার জনপ্রিয়তা রয়েছে তিনি জয়ী হবেন। এর জন্য আমাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ থেকে থেকে এবারই প্রথম তাদের কোন বাধা নিষেধ করা হয়নি।আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে নিজে হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং এর মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য যারা মনোনয়ন জমা দিয়েছেন এবং বৈধতা পেয়েছেন তারা সকলেই অংশগ্রহণ করুক আমরা চাই। এ ক্ষেত্রে কোন বাধা নেই। কাউকে বাধা দেয়ার মত কোন চিন্তা আমাদের দলের মধ্যে কাজ করে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, ১৪ দল ও জাতীয় পার্টি সাথে আমাদের আলোচনা হচ্ছে। এগুলো হলো রাজনৈতিক আলোচনা। এইসব আলোচনার মধ্য দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল বা জোট ভাবতে পারে নির্বাচনে তাদের প্রার্থীরা সরকারের সাথে যাবে আর কেউ ভাবতে পারে সরকারের সাথে গেলে না তাদের দলগুলোকে সম্মানজনক জায়গায় মূল্যায়ন করা হবে কিনা। এসব ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে আমরা মর্যাদা দিতে চাই। অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা কাজ করে। আমরা নেতাকর্মীদের সংখ্যার ভিত্তিতে না রাজনৈতিক দল হিসেবেই আমরা সকলকে সম্মানিত করতে চাই। এজন্য আমাদের আলাপ-আলোচনা চলছে। আমাদের এ আলাপ-আলোচনা আরও চলবে।

নাছিম বলেন, আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন আছে তাদের সকলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের প্রতি আমাদের কোন বাধা নিষেধ নেই। একমাত্র জামাত ছাড়া যে কোনো নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনি জটিলতাও নেই।গণতান্ত্রিক পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে আমরা এটা চাই। যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি এর জবাবদিহিতা তাদের দেশের মানুষের কাছে করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। এই বদলে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সম্মানিত জায়গায় নিয়ে যেতে চাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media


মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে: বাহাউদ্দিন নাছিম

Update Time : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে এবার আমাদের দলের অসংখ্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।

এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাংবিধানিকভাবে স্বীকৃত। নির্বাচন যাতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হয় এটাই আমরা চাই। নির্বাচন এমন হবে যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং বিজয়ী করবে। যার জনপ্রিয়তা রয়েছে তিনি জয়ী হবেন। এর জন্য আমাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ থেকে থেকে এবারই প্রথম তাদের কোন বাধা নিষেধ করা হয়নি।আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে নিজে হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং এর মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য যারা মনোনয়ন জমা দিয়েছেন এবং বৈধতা পেয়েছেন তারা সকলেই অংশগ্রহণ করুক আমরা চাই। এ ক্ষেত্রে কোন বাধা নেই। কাউকে বাধা দেয়ার মত কোন চিন্তা আমাদের দলের মধ্যে কাজ করে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, ১৪ দল ও জাতীয় পার্টি সাথে আমাদের আলোচনা হচ্ছে। এগুলো হলো রাজনৈতিক আলোচনা। এইসব আলোচনার মধ্য দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল বা জোট ভাবতে পারে নির্বাচনে তাদের প্রার্থীরা সরকারের সাথে যাবে আর কেউ ভাবতে পারে সরকারের সাথে গেলে না তাদের দলগুলোকে সম্মানজনক জায়গায় মূল্যায়ন করা হবে কিনা। এসব ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে আমরা মর্যাদা দিতে চাই। অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা কাজ করে। আমরা নেতাকর্মীদের সংখ্যার ভিত্তিতে না রাজনৈতিক দল হিসেবেই আমরা সকলকে সম্মানিত করতে চাই। এজন্য আমাদের আলাপ-আলোচনা চলছে। আমাদের এ আলাপ-আলোচনা আরও চলবে।

নাছিম বলেন, আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন আছে তাদের সকলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের প্রতি আমাদের কোন বাধা নিষেধ নেই। একমাত্র জামাত ছাড়া যে কোনো নিবন্ধিত দলের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনি জটিলতাও নেই।গণতান্ত্রিক পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে আমরা এটা চাই। যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি এর জবাবদিহিতা তাদের দেশের মানুষের কাছে করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। এই বদলে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সম্মানিত জায়গায় নিয়ে যেতে চাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।