আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র্যালি
- Update Time : ০৫:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / 302
ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টার দিকে র্যালিটি মীর মশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে সমবেত হয়। এরপর দিবসটি উপলক্ষে সেখানে মুক্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
এসময় বিভাগের শত শত শিক্ষার্থী ‘সেভ গাজা, স্টপ দ্য গাজা জিনোসাইড ও হিউম্যান রাইটস’ লেখা ও ছবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন। মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, মানবাধিকার শব্দটি যেন আন্তর্জাতিক পরাশক্তি দেশগুলোতে বা আন্তর্জাতিক কোন কুচক্রী মহলে বিশেষ ফায়দা অর্জন করার অস্ত্র না হয়। মানবাধিকার শব্দটি যেন পৃথিবী জুড়ে সকল মানুষ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সম্মান, মর্যাদা ও অধিকার অর্জনের ব্যবহারের একমাত্র জায়গা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রকৃত উদ্দেশ্য ও প্রকৃত অর্থ সকলের জীবনে অর্থবহ হয়ে উঠুক এই প্রত্যাশা করি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সম্প্রতি গাজায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। গাজার ঘটনার পাশাপাশি ১২ লক্ষ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করে মায়ানমার কি মানবাধিকার রক্ষা করে এ ঘটনা ঘটিয়েছে? পরাশক্তির গুলো দেশের উপর এ ভার চাপিয়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে খেলা করছে। দূর্ভাগ্যবশত বাংলাদেশেও মানবাধিকারের জায়গাটা খুব শক্ত না, এই পরাশক্তিরাই এটাকে নড়বড়ে করে ফেলেছে। এরজন্য বিশ্বপরাশক্তিগুলো বেশি দায়ী।