ঢাবি মেট্রোরেলের স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

  • Update Time : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / 115

জাননাহ, ঢাবি প্রতিনিধি

আগামী ১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও বিজয় সরণি স্টেশন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ (আগারগাঁও-মতিঝিল) গত ৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন আমরা একটা কর্মপরিকল্পনা দিয়েছিলাম, আগামী তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু করব। সেটার ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর থেকে আমরা দুইটা নতুন স্টেশন চালু করতে যাচ্ছি। স্টেশন দুটি হলো— বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৩ তারিখ থেকে এ দুইটা স্টেশনে ট্রেনগুলো যাওয়া এবং আসার পথে যাত্রাবিরতি দেবে।

তিনি আরও বলেন, সবগুলো স্টেশন খুলে দেওয়ার পরই সময় পর্যায়ক্রমে বাড়বে। কারওয়ান বাজার ও শাহবাগে কাজ শুরুর অনুমতি পরে পাওয়ায় সেটির লিফট ও সিঁড়ির কাজ শেষ হয়নি। সে জন্য এটি দেরি হচ্ছে। তবে আমাদের লক্ষ্য আছে জানুয়ারির মধ্যে কাজ শেষ করে ফেলার। সেটা জানুয়ারির শেষ দিকে নয় বরং শুরুর দিকে করার চেষ্টা থাকবে।

উল্লেখ্য, গত বছর ২৮ ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল— এই তিন স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে।

পরবর্তী ধাপে বাকি চার স্টেশন বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কতৃপক্ষের। তারই অংশ হিসাবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি মেট্রোরেলের স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

Update Time : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

আগামী ১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও বিজয় সরণি স্টেশন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ (আগারগাঁও-মতিঝিল) গত ৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন আমরা একটা কর্মপরিকল্পনা দিয়েছিলাম, আগামী তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন চালু করব। সেটার ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর থেকে আমরা দুইটা নতুন স্টেশন চালু করতে যাচ্ছি। স্টেশন দুটি হলো— বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৩ তারিখ থেকে এ দুইটা স্টেশনে ট্রেনগুলো যাওয়া এবং আসার পথে যাত্রাবিরতি দেবে।

তিনি আরও বলেন, সবগুলো স্টেশন খুলে দেওয়ার পরই সময় পর্যায়ক্রমে বাড়বে। কারওয়ান বাজার ও শাহবাগে কাজ শুরুর অনুমতি পরে পাওয়ায় সেটির লিফট ও সিঁড়ির কাজ শেষ হয়নি। সে জন্য এটি দেরি হচ্ছে। তবে আমাদের লক্ষ্য আছে জানুয়ারির মধ্যে কাজ শেষ করে ফেলার। সেটা জানুয়ারির শেষ দিকে নয় বরং শুরুর দিকে করার চেষ্টা থাকবে।

উল্লেখ্য, গত বছর ২৮ ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালু থাকলেও মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল— এই তিন স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে।

পরবর্তী ধাপে বাকি চার স্টেশন বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা ছিল কতৃপক্ষের। তারই অংশ হিসাবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে।