‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

  • Update Time : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / 139

বিনোদন ডেস্ক

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভান্ডারি। পর্দায় আল্লুর বন্ধুর চরিত্রে দেখা গেছে তাকে।

সম্প্রতি জগদীশের প্রেমিকা আত্মহত্যা করেছেন। এ কারণে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে— প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করছিলেন জগদীশ। আত্মহত্যার জন্য অভিনেতাকেই দায়ী করছেন প্রেমিকার বাড়ির লোকরা। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রেমিকাকে ব্ল্যাকমেল ছাড়াও হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জগদীশ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে।
গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এরপরই তার বাবা এসে থানায় অভিযোগ জানান অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান। সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় জগদীশকে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তাদের ছবি ও ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করেন। ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখান। এই ঘটনার পরই আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা, যিনি দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

Update Time : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভান্ডারি। পর্দায় আল্লুর বন্ধুর চরিত্রে দেখা গেছে তাকে।

সম্প্রতি জগদীশের প্রেমিকা আত্মহত্যা করেছেন। এ কারণে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে— প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করছিলেন জগদীশ। আত্মহত্যার জন্য অভিনেতাকেই দায়ী করছেন প্রেমিকার বাড়ির লোকরা। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রেমিকাকে ব্ল্যাকমেল ছাড়াও হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জগদীশ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে।
গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এরপরই তার বাবা এসে থানায় অভিযোগ জানান অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান। সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় জগদীশকে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তাদের ছবি ও ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করেন। ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখান। এই ঘটনার পরই আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা, যিনি দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।