বঙ্গবন্ধু শিল্পনগরে বেজার ভূমি উদ্ধারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ইউপি সদস্যের ৫দিনের কারাদন্ড
- Update Time : ০৮:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / 115
মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ইছাখালী এলাকায় দখলকৃত কয়েকশ’ একর দীঘির পাড় কেটে উন্মুক্ত করে দেয়া, শ্রমিকদের বসবাস ও খাদ্যের গুদামঘরসহ স্থায়ী স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় ভূমি উদ্ধার ও সরকারি কাজে বাধা প্রদান করায় স্থানীয় এক ইউপি সদস্যকে ৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভূমি উদ্ধারে বেজার সিনিয়র সহকারী সচিব ও উপব্যবস্থাপক (প্রশাসন) মো.ইয়াছিন, সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ ও বেজা কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধার অভিযানের সময় লোকজন নিয়ে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ ওর ৩৫৩ ধারা অনুযায়ী সরকারি কাজে সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ১০টি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়।