রাতভর ইবির হলগুলোতে উচ্চশব্দে গান-বাজনা, লিখিত অভিযোগ
- Update Time : ০৮:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / 271
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজনা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ অভিযোগ দেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্যরা। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা বলেন, ছেলেদের আবাসিক হলগুলোতে প্রায়ই রাতে উচ্চশব্দে গান বাজানো হয়। যেটা কয়েকবার নিষেধ করার পরেও বন্ধ করা যায়নি। গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় মনোযোগী হতে পারছেনা। ফলে পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা হচ্ছে ক্ষতিগ্রস্থ। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোনো সুরাহা হয়নি।
এছাড়া লিখিত অভিযোগে এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
এদিকে, পরীক্ষার রাতে ঠিকমতো পড়াশোনা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী। এসময় তারা বলেন, আগামীকাল পরীক্ষা অথচ হলগুলোতে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে। এখানে ডিজে গান সর্বদা চলতেই থাকে। অনেকে আবার ডিজে বিশ^বিদ্যালয় নামেও আখ্যা দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আমার হলে উচ্চ শব্দে গান-বাজনা করা নিষিদ্ধ করেছি। তাছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ আসলে তার আবাসিকতা বাতিল করা হবে। এছাড়াও বাকি হলগুলোতে কিভাবে এর সমাধান করা যায় তা নিয়ে প্রভোস্ট কাউন্সিলের সভায় এটা নিয়ে আলোচনা করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণের জন্য রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি। উপাচার্য এ বিষয়ে ব্যবস্থা নিবেন।