ঢাবির ওএসএল বিভাগ : ৯ মাসেও অপ্রকাশিত পরীক্ষার ফলাফল

  • Update Time : ০৪:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / 106

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল পরীক্ষার নয় মাসেও প্রকাশ করেনি বিভাগ কর্তৃপক্ষ। এ বিভাগটি ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত।

জানা গেছে, গত মার্চ মাসে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দেন ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা। এরপর পঞ্চম সেমিস্টারের ফল না পেয়েই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ করেন। এখন সপ্তম সেমিস্টারের ক্লাস শুরুর এক মাস সময় পেরিয়ে গেছে। তবুও এখন পর্যন্ত পঞ্চম সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের ফল পাননি তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা যথাসময়ে ফল না পাওয়ায় একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ, পঞ্চম সেমিস্টারে অকৃতকার্য হলে পুনরায় পঞ্চম সেমিস্টারে ক্লাস করতে হবে। এদিকে ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের ক্লাস ও সেমিস্টার পরীক্ষা বৃথা যাবে। এ ছাড়া বিভাগ থেকে দুই সেমিস্টারের বেশিরভাগ কোর্সের সেশনাল নম্বর দেননি। বিভাগ কর্তৃপক্ষের কাছে দুই সিমেস্টারের ফলাফল ও সেশনাল নম্বর দ্রুত প্রকাশ করার দাবি জানান তারা।

জানা গেছে, চলতি বছরের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে ১৩ মার্চ। আর ষষ্ঠ সেমিস্টারের সবশেষ পরীক্ষা দেয় ৭ অক্টোবর। এদিকে অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু হয়। অর্থাৎ সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু এক মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাননি।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ গণমাধ্যমকে বলেন, কোন কোন শিক্ষাবর্ষের ফল পাবলিশ হয়েছে তা বলতে পারব না। এটার দায়িত্বে রয়েছেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, আমাদের এই বিভাগের শিক্ষক সংখ্যা কম। এছাড়া তিনজন শিক্ষক দেশের বাইরে আছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমি এই বিষয়টি নিয়ে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। নতুন শিক্ষক যোগদান করলে এ রকম সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবির ওএসএল বিভাগ : ৯ মাসেও অপ্রকাশিত পরীক্ষার ফলাফল

Update Time : ০৪:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফল পরীক্ষার নয় মাসেও প্রকাশ করেনি বিভাগ কর্তৃপক্ষ। এ বিভাগটি ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত।

জানা গেছে, গত মার্চ মাসে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দেন ১৯-২০ সেশনের শিক্ষার্থীরা। এরপর পঞ্চম সেমিস্টারের ফল না পেয়েই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ করেন। এখন সপ্তম সেমিস্টারের ক্লাস শুরুর এক মাস সময় পেরিয়ে গেছে। তবুও এখন পর্যন্ত পঞ্চম সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের ফল পাননি তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা যথাসময়ে ফল না পাওয়ায় একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ, পঞ্চম সেমিস্টারে অকৃতকার্য হলে পুনরায় পঞ্চম সেমিস্টারে ক্লাস করতে হবে। এদিকে ষষ্ঠ ও সপ্তম সেমিস্টারের ক্লাস ও সেমিস্টার পরীক্ষা বৃথা যাবে। এ ছাড়া বিভাগ থেকে দুই সেমিস্টারের বেশিরভাগ কোর্সের সেশনাল নম্বর দেননি। বিভাগ কর্তৃপক্ষের কাছে দুই সিমেস্টারের ফলাফল ও সেশনাল নম্বর দ্রুত প্রকাশ করার দাবি জানান তারা।

জানা গেছে, চলতি বছরের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে ১৩ মার্চ। আর ষষ্ঠ সেমিস্টারের সবশেষ পরীক্ষা দেয় ৭ অক্টোবর। এদিকে অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু হয়। অর্থাৎ সপ্তম সেমিস্টারের ক্লাস শুরু এক মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাননি।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ গণমাধ্যমকে বলেন, কোন কোন শিক্ষাবর্ষের ফল পাবলিশ হয়েছে তা বলতে পারব না। এটার দায়িত্বে রয়েছেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, আমাদের এই বিভাগের শিক্ষক সংখ্যা কম। এছাড়া তিনজন শিক্ষক দেশের বাইরে আছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমি এই বিষয়টি নিয়ে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। নতুন শিক্ষক যোগদান করলে এ রকম সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।