পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন
- Update Time : ১০:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / 104
আশিকুর রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
জমকালো আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আবু হানিফ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে। তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান।”
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট নয়টি দল অংশগ্রহণ করবে। দল গুলো হচ্ছে মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, আইন ও ভূমি প্রশাসন অনুষদ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, ব্যবসায় প্রশাসন অনুষদ, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থপনা অনুষদ, সিএসই অনুষদ, এএনএসভিএম অনুষদ এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদ। উদ্বোধনী খেলায় সিএসই ও ইএসডিএম অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে ০-০ গোলে খেলাটি ড্র হয়।