বিশ্বকাপ জিতে বড় পুরস্কার পাচ্ছে অস্ট্রেলিয়া, পাবে বাংলাদেশও
- Update Time : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / 130
স্পোর্টস ডেস্ক
ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এবারের শিরোপা জিতে প্যাট কামিন্সের দল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে পেয়েছে ৪০ লাখ ডলার, বাংলাদেশী টাকায় যা প্রায় ৪৫ কোটি টাকার সমান।
রানার্সআপ ভারতও পেয়েছে মোটা অঙ্কের টাকা। রোহিত শর্মার দল পেয়েছে ২০ লাখ ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২৩ কোটি টাকা। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোও অবশ্য খালি হাতে ফেরেনি।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল- সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও পাবে অর্থ পুরস্কার। তারা পাচ্ছে আট লাখ ডলার করে (বাংলাদেশী টাকায় যা প্রায় ১০ কোটি টাকা)। এই চার দলের বাইরেও অর্থ পুরষ্কার রেখেছে আইসিসি।
প্রথম পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশসহ বাকি ৬ দল পাচ্ছে ১ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যা ১ কোটি। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এ কারণে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে জিতেছিল ৭টি ম্যাচ। ৪৪ লাখ ডলারের বাইরে আরও ২ লাখ ৮০ হাজার ডলার তারা পেয়েছে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে ভারত পাচ্ছে ৩ লাখ ৬০ হাজার ডলার। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার আয় বাংলাদেশি টাকায় ৫১ কোটির বেশি। আর ভারতের আয় ২৮ কোটি টাকার বেশি।