রোহিত থাকায় সেমিফাইনালের আগে নির্ভার দ্রাবিড়
- Update Time : ০৭:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / 148
স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবকটিতে জিতে সেমি ফাইনালে নাম লিখিয়েছে রোহিত শর্মার দল। তাদের সামনে এবার নিউজিল্যান্ড। এই বাধা পেরুতে পারলেই স্বপ্নের ফাইনালে জায়গা করে নেবে ভারত।
সেমি ফাইনালে মাঠে নামার আগে ভারতীয় অধিনায়ক রোহিতকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
রোহিতের নেতৃত্বের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘রোহিতের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা খুব সহজাত। মাঠে এবং মাঠের বাইরে অন্যদের সামনে উদাহরণ তৈরি করে দেয় সে।’
এরপর রোহিতের ব্যাটিং নিয়ে এই কোচ বলেন, ‘কিছু কিছু ম্যাচে শুরুটাই এমন ভাবে করেছে যে, ম্যাচ আমাদের দিকে ঘুরে গিয়েছে। হয়তো অনেক ম্যাচ আমাদের জন্য কঠিন হত। কিন্তু রোহিত দ্রুত রান তুলে শুরু করায় বাকিদের উপর থেকে চাপ কমে যায়।’
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৫০৩ রান এসেছে তার ব্যাট থেকে। তার প্রায় সব কটি ইনিংসই ছিল আক্রমণাত্মক। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৮৪ বলে ১৩১, পাকিস্তানের বিপক্ষে ৮৬ রান, ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেছেন রোহিত।
রোহিতের পারফরম্যান্সের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘হয়তো অনেক ম্যাচ দেখে মনে হচ্ছে আমরা খুব সহজে জিতেছি। কিন্তু কোচ হিসাবে সেই সব ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে বুঝেছি রোহিতের ইনিংসটা কত দামি। ওর ওই ইনিংস ছিল বলেই কত সহজে জিতেছি আমরা। আমরা কথা বলেছি এই বিষয়ে। এই ধরনের ক্রিকেটই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অধিনায়ক যদি সেটা না খেলতে পারে, তাহলে গোটা দলের পক্ষে খেলা মুশকিল। রোহিত উদাহরণ তৈরি করছে। দুর্দান্ত লাগছে সেটা দেখতে।’
রোহিতের নেতৃত্বগুণের প্রশংসা করে দ্রাবিড় আরও বলেন, ‘অনেক দিন ধরেই ভাল নেতৃত্ব দিচ্ছে। দলের সকলে তাকে সম্মান করে। মাঠে এবং মাঠের বাইরে রোহিত সকলের সঙ্গে যে ভাবে ব্যবহার করে সেটা সত্যি শেখার মতো। দল যে সাফল্য পাচ্ছে, তার জন্য রোহিতের অনেকটাই কৃতিত্ব প্রাপ্য।’