ঠাকুরগাঁওয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশ

  • Update Time : ০৯:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / 108

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁও জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সোমবার ১৩ অক্টোবর দুপুরে বিক্ষোভ কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সারাদেশে বিএনপি’র জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা কোর্ট চত্বরে একটি ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীদের মুক্তি ও একদফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থীআইনজীবীরা। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এড. জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড: এন্তাজুল হকসহ ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা ।
এ সময় তারা বলেন,সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তারা আরো বলেন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে এ সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান আইনজীবীরা। এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী এ্যাড: বদরুদ্দোজা চৌধুরী তুলাসহ সারাদেশে ৩৭ জন আইনজীবী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঠাকুরগাঁওয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশ

Update Time : ০৯:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁও জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সোমবার ১৩ অক্টোবর দুপুরে বিক্ষোভ কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সারাদেশে বিএনপি’র জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা কোর্ট চত্বরে একটি ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীদের মুক্তি ও একদফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থীআইনজীবীরা। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এড. জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড: এন্তাজুল হকসহ ঠাকুরগাঁও জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা ।
এ সময় তারা বলেন,সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তারা আরো বলেন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে এ সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান আইনজীবীরা। এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী এ্যাড: বদরুদ্দোজা চৌধুরী তুলাসহ সারাদেশে ৩৭ জন আইনজীবী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।