স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এমপি হেলাল

  • Update Time : ০৪:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / 115

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আপনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তিনি সুস্থ থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।

সোমবার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় আসেন জননেত্রী শেখ হাসিনা। ক্ষমতা গ্রহণের পর তিনি সকল পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্যই আপনারা বিভিন্ন সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন। তার ১৫ বছরে ক্ষমতায় থাকার পর তিনি দেশের যে উন্নয়ন করেছেন, তা গত ৪০ বছরেও হয়নি। তাই আওয়ামীলীগ সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। মতবিনিময় সভায় গোনা ইউনিয়নের সকল উপকারভোগী, স্থানীয় আওয়ামীলীগ ও তার সহেযাগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৭ হাজার লোকজন অংশ নেয়।

গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

Tag :

Please Share This Post in Your Social Media


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই : এমপি হেলাল

Update Time : ০৪:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আপনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারণ তিনি সুস্থ থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।

সোমবার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সঙ্গে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে ক্ষমতায় আসেন জননেত্রী শেখ হাসিনা। ক্ষমতা গ্রহণের পর তিনি সকল পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্যই আপনারা বিভিন্ন সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন। তার ১৫ বছরে ক্ষমতায় থাকার পর তিনি দেশের যে উন্নয়ন করেছেন, তা গত ৪০ বছরেও হয়নি। তাই আওয়ামীলীগ সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। মতবিনিময় সভায় গোনা ইউনিয়নের সকল উপকারভোগী, স্থানীয় আওয়ামীলীগ ও তার সহেযাগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৭ হাজার লোকজন অংশ নেয়।

গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকেই।