টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

  • Update Time : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 114

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বর্তমান চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ যাত্রাটা যাচ্ছেতাই হয়েছে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এসে ইতোমধ্যে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। ৭ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে তারা। শুধু বিশ্বকাপের শিরোপা হাতছাড়াই নয়, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে শেষ দুটি ম্যাচ তাদের জিততেই হবে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে দারুণ সমীহ জাগানিয়া পারফরম্যান্স করেছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর তারা বাংলাদেশকেও তুলোধুনো করেছে। ৭ ম্যাচের দুটিতে জিতে আশা জিইয়ে রেখেছে সেমিফাইনালের। আজ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে টিকে থাকবে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা। হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদেরও।

Tag :

Please Share This Post in Your Social Media


টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

Update Time : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বুধবার (০৮ নভেম্বর, ২০২৩) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বর্তমান চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ যাত্রাটা যাচ্ছেতাই হয়েছে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এসে ইতোমধ্যে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। ৭ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে তারা। শুধু বিশ্বকাপের শিরোপা হাতছাড়াই নয়, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে শেষ দুটি ম্যাচ তাদের জিততেই হবে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে দারুণ সমীহ জাগানিয়া পারফরম্যান্স করেছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর তারা বাংলাদেশকেও তুলোধুনো করেছে। ৭ ম্যাচের দুটিতে জিতে আশা জিইয়ে রেখেছে সেমিফাইনালের। আজ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে টিকে থাকবে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা। হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদেরও।