রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

  • Update Time : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 201

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পরে স্বামী নাজমুল ইসলাম (৪০) নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী নাজমুল ।
এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে বিকারগস্ত ভাবে চলাফেরা করতো।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

Update Time : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পরে স্বামী নাজমুল ইসলাম (৪০) নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী নাজমুল ।
এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে বিকারগস্ত ভাবে চলাফেরা করতো।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।