ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে ককটেল উদ্ধার

  • Update Time : ০২:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / 460

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ওয়াশরুম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কিত বোধ করছেন শিক্ষার্থীরা ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুম (যা ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে) থেকে এ ককটেল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টরকে জানান। পরে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুলিশ।

এরপর বেলা ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। সিকিউরিটি গার্ড যারা গতকাল বিকেল এবং রাতে এ ভবনে দায়িত্বে ছিল, আমরা তাদের ডাকব। তাদেরকে আরও সিনসিয়ার করার জন্য গাইডলাইন দিব।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে ককটেল উদ্ধার

Update Time : ০২:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ওয়াশরুম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কিত বোধ করছেন শিক্ষার্থীরা ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুম (যা ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে) থেকে এ ককটেল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ১১০৬ নম্বর রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টরকে জানান। পরে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুলিশ।

এরপর বেলা ১০টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। সিকিউরিটি গার্ড যারা গতকাল বিকেল এবং রাতে এ ভবনে দায়িত্বে ছিল, আমরা তাদের ডাকব। তাদেরকে আরও সিনসিয়ার করার জন্য গাইডলাইন দিব।