হাইকোর্টের সামনে বাসে আগুন
- Update Time : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / 407
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় ঈদগাহ ও হাইকোর্টের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বাসটি কদম ফোয়ারার সামনে পৌঁছালে যাত্রীদের নামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের। গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
সরকার পদত্যাগের একদফা আন্দোলনে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সঙ্গে সমমনা দলগুলোও অবরোধ কর্মসূচি পালন করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, হাইকোর্টের সামনে একটি বাসে আগুন নিয়ন্ত্রলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
এদিকে আগুন লাগার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যদিও কে বা কারা বাসে আগুন দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা।