৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

  • Update Time : ০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / 95

স্পোর্টস ডেস্ক

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। এক জয় ও তিন পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে ধুঁকতে থাকা বাংলাদেশের আজ তাই লক্ষ্য ছিল জয়। তবে সেই লক্ষ্য থেকে বর্তমানে অনেক দূরে রয়েছে সাকিব আল হাসানের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিং করে ডি কক-ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের সংগ্রহ দাড়ায় ৩৮২। বিশাল এই টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশি বোলারদের রীতিমতো কচুকাটা করেছন প্রোটিয়া ব্যাটাররা! বিশেষ করে ডি কক ব্যাট হাতে ঝড় তুলেন! এই উইকেটকিপার ব্যাটারের দেড়শোর্ধ্ব ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। ৩৮৩ রানের বড় লক্ষ্য তাড়ায় দেখে-শুনে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম পাঁচ ওভারে সাবধানী শুরুর পর আসে প্রোটিয়া আঘাত।

শুরুটা আগের ম্যাচে ফিফটি করা ওপেনার তানজিদ তামিমকে দিয়ে। আবারও বাজে বলে আউট হলেন তামিম। সপ্তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন জানসেন। খাটো লেন্থের সেই বলে বাউন্ডারি না পাওয়াটাই যেখানে অবাক করা ব্যাপার, সেখানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তামিম। হাফ পুল, হাফ হুকের মতো শট খেলতে গিয়ে তার গ্লাভসে লেগে বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে।

এর পরের বলেই ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আসর জুড়েই নিজেকে হারিয়ে খোঁজা এই ব্যাটার জানসেনের খাটো লেন্থের বলের সমাধান খোঁজে পাননি!

চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আবারও রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা
চারে নেমে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। আগের ওভারে জোড়া উইকেট হারানোর পর এবার অধিনায়ককেও হারালো বাংলাদেশ। লিজার্ড উইলিয়ামসের লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে এই ব্যাটারও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ফলে ৩১ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে টাইগাররা।

এই আসরে টাইগারদের ভরসার প্রতীক মুশফিকুর রহিমও কিছু করতে পারলেন না। লিটনের সাথে ইনিংস গড়ার চেষ্টা করার চেয়ে শর্ট বলে ছয় মারার ইচ্ছা হলো এই উইকেটকিপার ব্যাটারের। সরাসরি ক্যাচ গেল ডিপ থার্ডে। জেরাল্ড কোয়েৎজির উদ্‌যাপন অবশ্য হয়েছে দেখার মতোই। ৫০ এর আগেই চার উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ।

Tag :

Please Share This Post in Your Social Media


৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

Update Time : ০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। এক জয় ও তিন পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে ধুঁকতে থাকা বাংলাদেশের আজ তাই লক্ষ্য ছিল জয়। তবে সেই লক্ষ্য থেকে বর্তমানে অনেক দূরে রয়েছে সাকিব আল হাসানের দল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিং করে ডি কক-ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের সংগ্রহ দাড়ায় ৩৮২। বিশাল এই টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশি বোলারদের রীতিমতো কচুকাটা করেছন প্রোটিয়া ব্যাটাররা! বিশেষ করে ডি কক ব্যাট হাতে ঝড় তুলেন! এই উইকেটকিপার ব্যাটারের দেড়শোর্ধ্ব ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। ৩৮৩ রানের বড় লক্ষ্য তাড়ায় দেখে-শুনে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। প্রথম পাঁচ ওভারে সাবধানী শুরুর পর আসে প্রোটিয়া আঘাত।

শুরুটা আগের ম্যাচে ফিফটি করা ওপেনার তানজিদ তামিমকে দিয়ে। আবারও বাজে বলে আউট হলেন তামিম। সপ্তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন জানসেন। খাটো লেন্থের সেই বলে বাউন্ডারি না পাওয়াটাই যেখানে অবাক করা ব্যাপার, সেখানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তামিম। হাফ পুল, হাফ হুকের মতো শট খেলতে গিয়ে তার গ্লাভসে লেগে বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে।

এর পরের বলেই ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আসর জুড়েই নিজেকে হারিয়ে খোঁজা এই ব্যাটার জানসেনের খাটো লেন্থের বলের সমাধান খোঁজে পাননি!

চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আবারও রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা
চারে নেমে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। আগের ওভারে জোড়া উইকেট হারানোর পর এবার অধিনায়ককেও হারালো বাংলাদেশ। লিজার্ড উইলিয়ামসের লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে এই ব্যাটারও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ফলে ৩১ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে টাইগাররা।

এই আসরে টাইগারদের ভরসার প্রতীক মুশফিকুর রহিমও কিছু করতে পারলেন না। লিটনের সাথে ইনিংস গড়ার চেষ্টা করার চেয়ে শর্ট বলে ছয় মারার ইচ্ছা হলো এই উইকেটকিপার ব্যাটারের। সরাসরি ক্যাচ গেল ডিপ থার্ডে। জেরাল্ড কোয়েৎজির উদ্‌যাপন অবশ্য হয়েছে দেখার মতোই। ৫০ এর আগেই চার উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ।