চাটগাঁইয়া ডিসিয়ানের নবীনবরণ অনুষ্ঠিত

  • Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / 180

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজে ২০২২-২৩ সেশনে চট্টগ্রাম থেকে আগত (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি) নবীন শিক্ষার্থীদের বরণ করতে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ (চাটগাঁইয়া ডিসিয়ান)।

২২ অক্টোবর রোববার রাজধানীর কাঁটাবনে গ্লোরিয়াস রেস্টুরেন্টে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ডেপুটি অ্যার্টনি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুজন শর্মা, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষায়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নসরুল কবির কায়েম নিহাদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এনসিটিবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল আমিন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিউমার্কেট শাখার কর্মকর্তা মোর্শেদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রেভিনিউ অফিসার এম এইচ মুরাদসহ চাটগাঁইয়া ডিসিয়ানের সাবেক ও বর্তমান নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তোমাদের কথা বার্তা যখন একে অন্যের সাথে মিলবে, একে অপরকে যখন সম্মান করবে, একে অন্যের সহযোগীতা করবে তখনই তোমাদের সংগঠন সমৃদ্ধ হবে। আর সংগঠন সমৃদ্ধ হলে তোমরা জীবনকে আরো সমৃদ্ধ করতে পারবে, আগামীতে দেশ গঠনে আরো বেশি অবদান রাখতে পারবে।’

বিশেষ অতিথি মাহমুদুল আমিন বলেন, ‘চট্রগ্রাম অসম্ভব সুন্দর একটা জায়গা অতএব এখান থেকে আসা মানুষের মনও প্রকৃতির মতই সুন্দর।’

পড়াশোনা ও দিকনির্দেশনামূলক বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পড়াশোনা এখন শুধু সিলেবাসে সীমাবদ্ধ নেই, ইন্টারনেটের মাধ্যমে বিস্তৃত পরিসরে পড়াশোনার করে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হবে এবং চাকরি ক্যারিয়ারকে আরো এগিয়ে নিতে হবে। তবেই আমরা সমাজে আরো উন্নতি করতে পারবো এবং আরো অবদান রাখতে পারবো।’

নসরুল কবির বলেন, ‘আমরা যখন ঢাকাতে আসি তখন এক বুক ভরা স্বপ্ন নিয়ে ঢাকাতে আসি, এখানে আমাদের স্বপ্ন শুধু পড়াশোনা শেষে চাকরি করলেই জীবনে সফল হওয়া যাবে না। আমাদের বাবা-মা, আমাদের সহপাঠী, আমাদের প্রতিবেশীদেরও সহযোগী করতে হবে সর্বদা তাদের পাশে থেকে সৌহার্দপূর্ণ বন্ধন তৈরী করে চলতে পারলেই আমাদের সফলতা। চাটগাঁইয়া ডিসিয়ান তাদের ভবিষ্যতে জীবনকে এমনভাবেই গঠন করবে এটাই আমাদের প্রত্যাশা।’

নবীন শিক্ষার্থীদের পক্ষে ২০২২-২৩ সেশনের মুফিদুল হক বলেন, ‘আগে আমাদের মাঝে একটা সংশয় কাজ করতো নতুন স্থানে আগমনের জন্য, কিন্তু বড় ভাইদের সহযোগীতার জন্য বর্তমানে আমাদের মাঝে কোনো শঙ্কা কিংবা উদ্বিগ্নতা কাজ করে না। আমরা আশা করবো বড় ভাইদের কাছ থেকে নীতি নৈতিকতা ও আদর্শ শিখে আমরা নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারবো।’
নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। যেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হলা গান, চাটগাঁইয়া ভাষাভাষী মানুষের গান, নাচ ইত্যাদি পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি প্রাণ কমল বড়ুয়া জয় এবং অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ রায়হানুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media


চাটগাঁইয়া ডিসিয়ানের নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজে ২০২২-২৩ সেশনে চট্টগ্রাম থেকে আগত (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি) নবীন শিক্ষার্থীদের বরণ করতে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ (চাটগাঁইয়া ডিসিয়ান)।

২২ অক্টোবর রোববার রাজধানীর কাঁটাবনে গ্লোরিয়াস রেস্টুরেন্টে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ডেপুটি অ্যার্টনি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুজন শর্মা, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষায়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নসরুল কবির কায়েম নিহাদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এনসিটিবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল আমিন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিউমার্কেট শাখার কর্মকর্তা মোর্শেদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রেভিনিউ অফিসার এম এইচ মুরাদসহ চাটগাঁইয়া ডিসিয়ানের সাবেক ও বর্তমান নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তোমাদের কথা বার্তা যখন একে অন্যের সাথে মিলবে, একে অপরকে যখন সম্মান করবে, একে অন্যের সহযোগীতা করবে তখনই তোমাদের সংগঠন সমৃদ্ধ হবে। আর সংগঠন সমৃদ্ধ হলে তোমরা জীবনকে আরো সমৃদ্ধ করতে পারবে, আগামীতে দেশ গঠনে আরো বেশি অবদান রাখতে পারবে।’

বিশেষ অতিথি মাহমুদুল আমিন বলেন, ‘চট্রগ্রাম অসম্ভব সুন্দর একটা জায়গা অতএব এখান থেকে আসা মানুষের মনও প্রকৃতির মতই সুন্দর।’

পড়াশোনা ও দিকনির্দেশনামূলক বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পড়াশোনা এখন শুধু সিলেবাসে সীমাবদ্ধ নেই, ইন্টারনেটের মাধ্যমে বিস্তৃত পরিসরে পড়াশোনার করে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হবে এবং চাকরি ক্যারিয়ারকে আরো এগিয়ে নিতে হবে। তবেই আমরা সমাজে আরো উন্নতি করতে পারবো এবং আরো অবদান রাখতে পারবো।’

নসরুল কবির বলেন, ‘আমরা যখন ঢাকাতে আসি তখন এক বুক ভরা স্বপ্ন নিয়ে ঢাকাতে আসি, এখানে আমাদের স্বপ্ন শুধু পড়াশোনা শেষে চাকরি করলেই জীবনে সফল হওয়া যাবে না। আমাদের বাবা-মা, আমাদের সহপাঠী, আমাদের প্রতিবেশীদেরও সহযোগী করতে হবে সর্বদা তাদের পাশে থেকে সৌহার্দপূর্ণ বন্ধন তৈরী করে চলতে পারলেই আমাদের সফলতা। চাটগাঁইয়া ডিসিয়ান তাদের ভবিষ্যতে জীবনকে এমনভাবেই গঠন করবে এটাই আমাদের প্রত্যাশা।’

নবীন শিক্ষার্থীদের পক্ষে ২০২২-২৩ সেশনের মুফিদুল হক বলেন, ‘আগে আমাদের মাঝে একটা সংশয় কাজ করতো নতুন স্থানে আগমনের জন্য, কিন্তু বড় ভাইদের সহযোগীতার জন্য বর্তমানে আমাদের মাঝে কোনো শঙ্কা কিংবা উদ্বিগ্নতা কাজ করে না। আমরা আশা করবো বড় ভাইদের কাছ থেকে নীতি নৈতিকতা ও আদর্শ শিখে আমরা নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারবো।’
নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। যেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হলা গান, চাটগাঁইয়া ভাষাভাষী মানুষের গান, নাচ ইত্যাদি পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি প্রাণ কমল বড়ুয়া জয় এবং অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ রায়হানুল ইসলাম।