মেসির ফেরার দিনে হারল মায়ামি
- Update Time : ০১:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / 132
স্পোর্টস ডেস্ক
ফুটবলে যদি একা ম্যাচ জেতানোর মতো কোনো খেলোয়াড় থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাকে সেই তালিকায় রাখতে হবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। তবে মাঝেমধ্যে সাতবারের ব্যালন ডি’অর জয়ী খুদে জাদুকরও জেতাতে পারেন না তার দলকে। এমনটিই হয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামির ক্ষেত্রে। এতদিন দলে না থাকায় ভঙ্গুর অবস্থা ছিল দলের, তবে তিনি ফেরত এসেও লাভ হলো না। মৌসুমের শেষ ম্যাচে ঠিকই পরাজয় বরণ করে নিতে হয়েছে ইন্টার মায়ামিকে।
সেপ্টেম্বরে টরেন্টোকে হারানোর পর টানা ছয় ম্যাচ জয়ের মুখ দেখেনি ইন্টার মায়ামি। যাতে শেষ হয়ে গিয়েছে প্লে-অফ খেলার অসম্ভব স্বপ্ন। এমন বাজে রেকর্ড নিয়েই এমএলএসে খেলতে নেমেছিল লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে ক্লাবে যোগ দিয়েও দলের ভাগ্য বদলাতে পারলেন না মেসি। পুরো নব্বই মিনিট মাঠে থেকে দেখলেন দলের হার।
এমএলএসে রোববার (২২ অক্টোবর) শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে এমএলএস মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। এদিন পুরো নব্বই মিনিট খেলেছেন মেসি। কিন্তু কারউইন ভার্গাসের করা গোলটি আর শোধ দিতে পারেনি মায়ামি।
শার্লটের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বলের দখলে মায়ামিই এগিয়ে ছিল। গোলে শট নেওয়ার ক্ষেত্রেও একই মেরুতে দুই দল। ১১টি করে শট নিয়েছে দুদলই। এর মধ্যে মায়ামি ৩টি শট লক্ষ্যে রাখলেও শার্লটের ৪টি শট লক্ষ্যে ছিল