শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

  • Update Time : ০৪:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / 88

স্পোর্টস ডেস্ক

শুরতেই বিপর্যয়। সেখান থেকে ৯১ রান তুলতেই নেই ৬ উইকেট! কেউ তখনও ভাবেনি এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দেড়শ পার করতে পারবে নেদারল্যান্ডস। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন মিডিল অর্ডারে নামা দুই ব্যাটার সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। এই দুজনের ব্যাটে ভর করে লঙ্কানদের বিপক্ষে ২৬২ রানের পুঁজি পেয়েছে ডাচরা। শ্রীলঙ্কার লক্ষ্য ২৬৩।

শনিবার লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। নেদারল্যান্ডেসের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দাউদ ও বিক্রমজিৎ সিং। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন এ দু’জন। নির্বিঘ্নে ৩ ওভার কাটিয়ে দেন তারা।

ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন লংকান পেসার কাসুন রাজিথা। তার গুড লেংথের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন বিক্রমজিৎ। আউট হওয়ার আগে ১৩ বলে ৪ রান করেন তিনি।

বিক্রমের বিদায়ে ক্রিজে আসেন কলিন আকারম্যান। তার সঙ্গে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ও’দাউদ। কিন্তু টিকতে পারলেন না। প্রথম পাওয়ার প্লের শেষ বলে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ও’দাউদকে বোল্ড করেন রাজিথা। সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন এই ওপেনার।

এর পরেই সাজঘরের পথ ধরেন থিতু হওয়া আকারম্যান। রাজিথার বলে উইকেটের পেছনে মেন্ডিসের তালুবন্দী হন এ ব্যাটার। উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেন বাস ডি লিড। তবে ব্যর্থ হয়ে ফিরে যান তিনিও। দিলশানের বলে কুশল পেরেরার তালুবন্দী হন বাস (৬)।

পরের ওভারে দিলশানের পেসে পরাস্ত হন নিদামানুরু। পরে ভয়ংকর হয়ে ওঠার আগেই স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান মহেশ থিকসানার। বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন এ ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা।

এরপরের পথটা শুধুই তবে লোগান ফন বিক-সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের। এই দুজনের জুটিতে প্রতিরোধ গড়ে এগিয়ে যায় নেদারল্যান্ডস। লোগান ফন বিকের সঙ্গে ১৩০ রানের বড় জুটি গড়ে ডাচদের স্কোরকার্ডে বড় সংগ্রহ এনে দেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আদায় করে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিও।

তার পরে অর্ধ শতক তুলে নিয়েছেন ফন বিকও। মূলত এ দু’জনের ব্যাটেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা। এদিন সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন কাসুন রাজিথা ও দিলশান মধুশঙ্কা।

Tag :

Please Share This Post in Your Social Media


শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

Update Time : ০৪:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

শুরতেই বিপর্যয়। সেখান থেকে ৯১ রান তুলতেই নেই ৬ উইকেট! কেউ তখনও ভাবেনি এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দেড়শ পার করতে পারবে নেদারল্যান্ডস। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন মিডিল অর্ডারে নামা দুই ব্যাটার সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। এই দুজনের ব্যাটে ভর করে লঙ্কানদের বিপক্ষে ২৬২ রানের পুঁজি পেয়েছে ডাচরা। শ্রীলঙ্কার লক্ষ্য ২৬৩।

শনিবার লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। নেদারল্যান্ডেসের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দাউদ ও বিক্রমজিৎ সিং। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন এ দু’জন। নির্বিঘ্নে ৩ ওভার কাটিয়ে দেন তারা।

ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন লংকান পেসার কাসুন রাজিথা। তার গুড লেংথের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন বিক্রমজিৎ। আউট হওয়ার আগে ১৩ বলে ৪ রান করেন তিনি।

বিক্রমের বিদায়ে ক্রিজে আসেন কলিন আকারম্যান। তার সঙ্গে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ও’দাউদ। কিন্তু টিকতে পারলেন না। প্রথম পাওয়ার প্লের শেষ বলে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ও’দাউদকে বোল্ড করেন রাজিথা। সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন এই ওপেনার।

এর পরেই সাজঘরের পথ ধরেন থিতু হওয়া আকারম্যান। রাজিথার বলে উইকেটের পেছনে মেন্ডিসের তালুবন্দী হন এ ব্যাটার। উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেন বাস ডি লিড। তবে ব্যর্থ হয়ে ফিরে যান তিনিও। দিলশানের বলে কুশল পেরেরার তালুবন্দী হন বাস (৬)।

পরের ওভারে দিলশানের পেসে পরাস্ত হন নিদামানুরু। পরে ভয়ংকর হয়ে ওঠার আগেই স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান মহেশ থিকসানার। বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন এ ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা।

এরপরের পথটা শুধুই তবে লোগান ফন বিক-সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের। এই দুজনের জুটিতে প্রতিরোধ গড়ে এগিয়ে যায় নেদারল্যান্ডস। লোগান ফন বিকের সঙ্গে ১৩০ রানের বড় জুটি গড়ে ডাচদের স্কোরকার্ডে বড় সংগ্রহ এনে দেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আদায় করে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিও।

তার পরে অর্ধ শতক তুলে নিয়েছেন ফন বিকও। মূলত এ দু’জনের ব্যাটেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা। এদিন সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন কাসুন রাজিথা ও দিলশান মধুশঙ্কা।