বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন চাঁদপুর কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি
- Update Time : ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / 1070
স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।।
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩–০ গোলে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সপ্রাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের পক্ষে মো. নুরুন্নবী ২টি ও তানভীর ১টি গোল করে।
খেলা শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিকে কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম বিভাগীয় পর্যায়ে ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. মঞ্জুরুল হাফিজ, উপপুলিশ কমিশনার (সরবরাহ) ফয়সাল আহমদ। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জেলা ক্রীড়া অফিসার, মো. হারুন–অর–রশিদ কাজল, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল প্রমুখ।