ফিলিস্তিন’র সমর্থনে পবিপ্রবিতে “সংহতি সমাবেশ”
- Update Time : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / 168
আশিকুর রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিলিস্তিন’র প্রতি সমর্থন জানিয়ে “সংহতি সমাবেশ ” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে মারসিফুল আলম রিমনের উপস্থাপনায় কুরআন তেলাওয়াত করেন সাজ্জাদুল ইসলাম নাঈম। এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের রেদওয়ান উল্লাহ আব্বাস,নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের ফজলে রাব্বি,তুহিন শিকদার ও সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের আব্দুল্লাহ আল রায়হান।
বক্তব্য পরবর্তী মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এবং হাফেজ ফরিদ উদ্দিন এর দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
এসময় বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়।পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহবান জানান।
উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।