৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৮, ইংল্যান্ডের লক্ষ্য ১৯৭

  • Update Time : ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 167

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ছোট করা হয়েছে ম্যাচের পরিধি। এ অবস্থায় ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য কিছুটা বেড়েছে। ৩৭ ওভারে তাদের করতে হবে ১৯৭ রান।

ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় সোমবার দুপুর আড়াইটায়।

চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ভালো শুরুর আভাস দিলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস (৫) লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হন। পরে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত (২)। এরপর ফিফটির পথে থাকা তরুণ ওপেনার তানজিদ তামিম ফিফটি মিস করে সাজঘরে ফিরেছেন। ৪৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে ফিরেছেন।

আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। মুশফিকের(৮) পর সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহও (১৮)। এর আগে ৬২ বলে ফিফটি তুলেছেন মিরাজ।

বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা তিনেক। পরে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতি (ডিএলএস) ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয় ক্রিকেটীয় পরিভাষা ও পদ্ধতি। বৃষ্টিবিঘ্নিত কিংবা আলোকস্বল্পতাজনিত কারণে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টুয়েন্টি২০ খেলায় ফলাফল ঠিকভাবে আনার জন্য স্বচ্ছ এবং সঠিক পদ্ধতি হিসেবে রানকে ঘিরে শেষে ব্যাট করা দলকে পুনরায় জয়ের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়।

স্বাভাবিকভাবে খেলার পরিসমাপ্তি না হলে বা ফলাফল নির্ধারণে ব্যর্থ হলে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৮, ইংল্যান্ডের লক্ষ্য ১৯৭

Update Time : ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ছোট করা হয়েছে ম্যাচের পরিধি। এ অবস্থায় ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য কিছুটা বেড়েছে। ৩৭ ওভারে তাদের করতে হবে ১৯৭ রান।

ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয় সোমবার দুপুর আড়াইটায়।

চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ভালো শুরুর আভাস দিলেও দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস (৫) লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হন। পরে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত (২)। এরপর ফিফটির পথে থাকা তরুণ ওপেনার তানজিদ তামিম ফিফটি মিস করে সাজঘরে ফিরেছেন। ৪৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে ফিরেছেন।

আগে ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। মুশফিকের(৮) পর সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহও (১৮)। এর আগে ৬২ বলে ফিফটি তুলেছেন মিরাজ।

বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা তিনেক। পরে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। খেলা শুরু হতেই একে একে ফিরেছেন হৃদয়, মিরাজ, নাসুম ও মাহেদী।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতি (ডিএলএস) ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয় ক্রিকেটীয় পরিভাষা ও পদ্ধতি। বৃষ্টিবিঘ্নিত কিংবা আলোকস্বল্পতাজনিত কারণে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টুয়েন্টি২০ খেলায় ফলাফল ঠিকভাবে আনার জন্য স্বচ্ছ এবং সঠিক পদ্ধতি হিসেবে রানকে ঘিরে শেষে ব্যাট করা দলকে পুনরায় জয়ের জন্য লক্ষ্যমাত্রা দেয়া হয়।

স্বাভাবিকভাবে খেলার পরিসমাপ্তি না হলে বা ফলাফল নির্ধারণে ব্যর্থ হলে এ পদ্ধতি অনুসরণ করা হয়।