বিশ্বকাপে খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন মাশরাফী

  • Update Time : ০৬:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / 127

স্পোর্টস ডেস্ক

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দল থেকে বাদ পড়া তামিম ইকবাল ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট অঙ্গন। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফী বিন মোর্তুজা। বাংলাদেশকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে ম্যাশ বলেন, বাংলাদেশ খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন তিনি।

প্রকাশিত ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘আমি আশা করছি, বিশ্বকাপে অবশ্যই এই দল ভালো করবে। কিন্তু যদি না করে আমি দলের সঙ্গেই থাকব। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন- এটা সম্পূর্ণই আপনাদের বিষয়। এগিয়ে আসো টাইগার্স। বিশ্বকে দেখাও কতোটা ভালো তোমরা। আসসালামু আলাইকুম।’

১৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করলেও আজ সন্ধ্যা ৬টায় পূর্ণদৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করবেন মাশরাফী। তার প্রকাশিত ভিডিওতে জানিয়ে দেয়া হয়, এ বিষয়ে আরো বিস্তর আলোচনা নিয়ে হাজির হবেন ‘নড়াইল এক্সপ্রেস’।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপে খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন মাশরাফী

Update Time : ০৬:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দল থেকে বাদ পড়া তামিম ইকবাল ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট অঙ্গন। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফী বিন মোর্তুজা। বাংলাদেশকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে ম্যাশ বলেন, বাংলাদেশ খারাপ করলেও দলের সঙ্গেই থাকবেন তিনি।

প্রকাশিত ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘আমি আশা করছি, বিশ্বকাপে অবশ্যই এই দল ভালো করবে। কিন্তু যদি না করে আমি দলের সঙ্গেই থাকব। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন- এটা সম্পূর্ণই আপনাদের বিষয়। এগিয়ে আসো টাইগার্স। বিশ্বকে দেখাও কতোটা ভালো তোমরা। আসসালামু আলাইকুম।’

১৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করলেও আজ সন্ধ্যা ৬টায় পূর্ণদৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করবেন মাশরাফী। তার প্রকাশিত ভিডিওতে জানিয়ে দেয়া হয়, এ বিষয়ে আরো বিস্তর আলোচনা নিয়ে হাজির হবেন ‘নড়াইল এক্সপ্রেস’।