ঢাবিতে I Education কর্তৃক সর্ববৃহৎ শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার
- Update Time : ১০:১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / 185
ঢাবি প্রতিনিধিঃ
এডুটেক প্লাটফর্ম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত সবচেয়ে বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো I Education.
বাংলাদেশের অন্যতম সেরা এডুটেক প্লাটফর্ম হিসেবে পরিচিত IEducation, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ” শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার”- এর আয়োজন করে।
অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
গত সেশনে I Education এর বিভিন্ন কোর্স থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত প্রায় ৪০০ এরও বেশি শিক্ষার্থী৷ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন I Education এর প্রধান নির্বাহী পরিচালক সিদ্দিকী মহসীন পাটওয়ারী । একই সাথে শিক্ষার্থীদেরকে তাদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দিতে উপস্থিত ছিলেন দেশসেরা বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের এডিসি রাহুল পাটোয়ারি।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রভাষক রাজিব হোসেন ।একটি আনন্দঘন আবহের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়, যেখানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পগুলো তুলো ধরে এবং একই সাথে তাদের স্বপ্নপূরণে I Education এর অবদানকে কৃতজ্ঞতাভরে স্মরণ করে৷ অনুষ্ঠানে তাদের মাঝে ক্রেস্ট, সুভ্যেনিয়র ও টি-শার্ট বিতরণ করা হয় এবং তাদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে ছিল একটি যুগোপযোগী ক্যারিয়ার সেমিনার- যেখানে দেশসেরা বিসিএস ক্যাডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপস্থিত থেকে একটি ইন্টার্যাকটিভ সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ভবিষ্যৎ ক্যারিয়ারের দ্বার খুলে দেন ও তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী দিকনির্দেশনা দেন৷ এমন উৎসবমুখর ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়৷ কোনো এডুটেক প্লাটফর্মের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এমন অভিনব সংবর্ধনা অনুষ্ঠান এবারই প্রথম৷ অনলাইন শিক্ষায় দেশসেরা সার্ভিস নিশ্চিত করা I Education টিম ব্যক্ত করে যে, সামনের বছরগুলোতেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে সেরা সার্ভিসটি নিয়ে হাজির হবে যা হাজারো শিক্ষার্থীদের দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে পূরণ করবে৷