সুপারশপে আলুর দাম কমলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম ও পেঁয়াজ
- Update Time : ০৪:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / 154
নিজস্ব প্রতিবেদক
ভোক্তা অধিদপ্তরের সরাসরি হস্তক্ষেপে দাম নির্ধারণের ১৫ দিন পর ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছে সুপারশপগুলো। কিন্তু এখনও অফারের ফাঁদে কৌশলে ডিম-পেঁয়াজে অতিরিক্ত মুনাফা করছে তারা। যদিও ভোক্তা অধিদপ্তর বলছে, ডিম-পেঁয়াজের দাম কার্যকরে সুপারশপসহ খুঁচরা বাজারেও নিয়োমিত অভিযান চলবে।
ডিম প্রতিটি ১২ টাকা, আলু’র কেজি সর্বোচ্চ ৩৬ এবং দেশে পেঁয়াজ ৬৫ টাকা, গেলো ১৪ সেপ্টেম্বর সরকার এমন দাম বেঁধে দিলেও এ দামে এই তিন পণ্যে কিনতে পারছেন না ভোক্তারা।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এখনও ডিম কিনতে হচ্ছে প্রতিটি সাড়ে ১২ থেকে ১৩ টাকা দরে, আলু ৪৫ থেকে ৫০ এবং পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায়।
ভোক্তা অধিদপ্তর সরকারি দামটা নিশ্চিত করতে চাইছে প্রথমে সুপারশপে। এ কারণে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের হিমাগার থেকে আগোরা, স্বপ্ন, মীনা বাজার এবং ডেইলি শপিংয়ের কাছে ২৭ টাকা কেজি দরে ৬৮০ বস্তা আলু বিক্রির ব্যবস্থা করে ভোক্তা আধিদপ্তর। ফলে রাজধানীর সুপারশপে এখন ৩৬ টাকা কেজিতে মিলছে আলু।
পেঁয়াজ আর ডিমে অবশ্য ঠিকই অতি মুনাফা করেছে স্বপ্ন ও আগোরার মতো সুপারশপগুলো। স্পেশাল অফারের নামে ৯৫ টাকা কেজি দাম লিখে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে স্বপ্ন সুপারশপ।