হায়দারাবাদে পাকিস্তানের পতাকা উড়াতে গিয়ে আটক ‘বশির চাচা’
- Update Time : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / 145
স্পোর্টস ডেস্ক
ভারতের হায়দরাবাদে এসে আটক হয়েছেন পাকিস্তানের সুপার ফ্যান বশির চাচা। বুধবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তান দল রাজিব গান্ধী বিমানবন্দরে অবতরণ করলে তাদের স্বাগত জানাতে তিনি দেশের পতাকা উড়ান। আর তাতেই গ্রেপ্তার হন তিনি। খবর জি নিউজের।
পাকিস্তান ক্রিকেটের এ ভক্ত বশির চাচা যুক্তরাষ্ট্রেরও নাগরিক। বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের খেলা হয় সেখানেই হাজির হন তিনি। তার সাথে থাকে দেশটির জাতীয় পতাকা।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ হায়দরাবাদে এসে পৌঁছায় পাকিস্তান দল। বিমানবন্দরে বাবর, রিজওয়ান, শাহিনদের দেখে উৎসাহ ধরে রাখতে পারেননি বশির চাচা। তাই অতি উৎসাহী হয়ে পাকিস্তানের পাতাকা উড়ান তিনি। এতে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিমানবন্দর পুলিশ তাকে আটক করে।
সংবাদমাধ্যম জানিয়েছে, আটকের পর পুলিশ তার কাগজপত্র যাচাই করেছে। তিনি মূলত পাকিস্তান ক্রিকেটের অন্ধ ভক্ত। কেবল বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখবেন বলে ভারত এসেছেন। নিজের বক্তব্যের অনুকূলে তিনি তার ভ্রমণ সংক্রান্ত নথিপত্র, খেলার টিকিট, পরিচয়পত্রও পেশ করেন। পরে সব তথ্য যাচাই করে তাকে মুক্তি দেয় পুলিশ।