নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিটিজেন চার্টার প্রকাশ

  • Update Time : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / 150

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি ) বিভিন্ন বিভাগ ও দপ্তরের সিটিজেন চার্টার প্রথমবারের মতো ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এরমধ্য দিয়ে স্মার্ট ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ববিদ্যালয়টি ।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়েল এপিএ চুক্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে ড. সৌমিত্র শেখর বলেন, ইউজিসি এপিএ কার্যক্রমের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে নজর দিয়েছে। ইতোমধ্যেই আমরা গত অর্থবছরে এপিএতে ১৪ তম অবস্থান অর্জন করেছি। এই অবস্থান ধরে রাখাসহ আরও উন্নতিতে আপনাদের সকলের একান্ত সহযোগিতা আমাদের প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে।

সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন এপিএ ফোকল পয়েন্ট রাধেশ্যাম। সভাপতিত্ব করেন সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান। সঞ্চালনা করেন কমিটির ফোকাল পয়েন্ট ফাহাদুজ্জামান মো. শিবলী। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন অংশীজনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।

Tag :

Please Share This Post in Your Social Media


নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিটিজেন চার্টার প্রকাশ

Update Time : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি ) বিভিন্ন বিভাগ ও দপ্তরের সিটিজেন চার্টার প্রথমবারের মতো ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এরমধ্য দিয়ে স্মার্ট ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ববিদ্যালয়টি ।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়েল এপিএ চুক্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে ড. সৌমিত্র শেখর বলেন, ইউজিসি এপিএ কার্যক্রমের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে নজর দিয়েছে। ইতোমধ্যেই আমরা গত অর্থবছরে এপিএতে ১৪ তম অবস্থান অর্জন করেছি। এই অবস্থান ধরে রাখাসহ আরও উন্নতিতে আপনাদের সকলের একান্ত সহযোগিতা আমাদের প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে।

সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন এপিএ ফোকল পয়েন্ট রাধেশ্যাম। সভাপতিত্ব করেন সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটির সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান। সঞ্চালনা করেন কমিটির ফোকাল পয়েন্ট ফাহাদুজ্জামান মো. শিবলী। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন অংশীজনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।