ডেঙ্গু আক্রান্ত দেড় লাখ ছুঁই ছুঁই
- Update Time : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / 130
নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ৮ জন ঢাকা সিটির, বাকি ৬ জন ঢাকার বাইরের। শনিবার ১০ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৩ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৭৪৮।
নতুন ১৪ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭৩০ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন হাজার ৩০৬ জন।
আক্রান্তদের মধ্যে ৯৯৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৯৯৯ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭১ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ২৯৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন পাঁচ হাজার ৫৭৪ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ৩২৮ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭২৭ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।