আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

  • Update Time : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 148

বিনোদন ডেস্কঃ

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। আগামী বছর থেকেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি।

প্রায় ৫ বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তার গানের চাহিদা একবিন্দুও কমেনি তার ভক্তদের কাছে। সেই ভালোবাসা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

জানা গেছে, ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু সংবাদমাধ্যমকে বলেন, ‘অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সবসময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই।’

তিনি আরও বলেন, আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার, সুরকারদের সঙ্গে। তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।

গত দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, শিল্পীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।

আইয়ুব বাচ্চু পরিচিত নাম হলেও তার পুরো নাম আইয়ুব বাচ্চু রবিন, এ বি নামেও বেশ পরিচিত ছিলেন তিনি। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই কেটেছে কৈশোর আর তারুণ্যের দিনগুলো। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান এলআরবির প্রাণভোমরা আইয়ুব বাচ্চু।

Tag :

Please Share This Post in Your Social Media


আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

Update Time : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্কঃ

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। আগামী বছর থেকেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি।

প্রায় ৫ বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তার গানের চাহিদা একবিন্দুও কমেনি তার ভক্তদের কাছে। সেই ভালোবাসা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

জানা গেছে, ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু সংবাদমাধ্যমকে বলেন, ‘অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সবসময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই।’

তিনি আরও বলেন, আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার, সুরকারদের সঙ্গে। তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।

গত দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, শিল্পীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।

আইয়ুব বাচ্চু পরিচিত নাম হলেও তার পুরো নাম আইয়ুব বাচ্চু রবিন, এ বি নামেও বেশ পরিচিত ছিলেন তিনি। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই কেটেছে কৈশোর আর তারুণ্যের দিনগুলো। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান এলআরবির প্রাণভোমরা আইয়ুব বাচ্চু।