রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়
- Update Time : ০৯:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / 157
জেলা প্রতিনিধি:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩ পদে জয় পেয়েছে তারা। এরমধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুইজন এবং স্বতন্ত্র প্যানেল থেকে দুইজন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রির্টানিং অফিসার আব্দুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ৩৭৬ জন। রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭টি পদে দুটি প্যানেলে ৩৩জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীসহ সর্বমোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বিশাল ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ২৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত আব্দুল কাইউম মন্ডল (৯০) এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ১৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হক প্রামানিক, তার নিকটতম প্রতিদ্বন্দী আফতাফ উদ্দিন (১৭৬) ভোট পান। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গত নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন—সিনিয়র সহসভাপতি জহিরুল আনম, সহ-সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া ও রফিকুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ মো. নয়নুর রহমান টফি, দফতর সম্পাদক ফজলুল হক ফাহিম, বার সম্পাদক মোস্তফা জামান দোলন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান হিরু, সদস্য পদে রাশেদুল ইসলাম রাসেল, শীতাংসু কুমার মন্ডল সোহাগ।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বার সম্পাদক লতিফুর রহমান ডাবলু, সদস্য পদে ফাতেমা আখতার কনা। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও সদস্য পদে শহিদুল ইসলাম স্বপন।