ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২০ জনের

  • Update Time : ০৮:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 213

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে চিকিৎসাধীন ১১ জন আর ঢাকার বাইরের ৯ জন। চলতি মৌসুমে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৯১ জন মারা যায়। এর মধ্যে ৪৯৭ জন ঢাকার। আর রাজধানীর বাইরের আরও ১৯৪ জন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৮৯৯ জন আর রাজধানীর বাইরে ভর্তি হয় ১৭৯০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ১৫১ জন ঢাকার। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫ হাজার ৫৬০ জন। চলতি মৌসুমের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় এক লাখ ৪০ হাজার ৭১১ জন।

এর মধ্যে ঢাকার ৬৪ হাজার ১৭২ জন। রাজধানীর বাইরের ৭৬ হাজার ৫৩৯ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরা ২০৮৫ জনকে নিয়ে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২০ জনের

Update Time : ০৮:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে চিকিৎসাধীন ১১ জন আর ঢাকার বাইরের ৯ জন। চলতি মৌসুমে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৯১ জন মারা যায়। এর মধ্যে ৪৯৭ জন ঢাকার। আর রাজধানীর বাইরের আরও ১৯৪ জন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৮৯৯ জন আর রাজধানীর বাইরে ভর্তি হয় ১৭৯০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ১৫১ জন ঢাকার। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫ হাজার ৫৬০ জন। চলতি মৌসুমের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় এক লাখ ৪০ হাজার ৭১১ জন।

এর মধ্যে ঢাকার ৬৪ হাজার ১৭২ জন। রাজধানীর বাইরের ৭৬ হাজার ৫৩৯ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরা ২০৮৫ জনকে নিয়ে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।