বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / 194
যবিপ্রবি প্রতিনিধিঃ
ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এর সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সহ-সভাপতি মোঃ ওয়াশিম আকরাম।
এ অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহদী আল-মুহতাসিম-নিবিড় বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা করার মাধ্যমে একজন শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক ভাবে বিভিন্ন দক্ষতা অর্জন করে যা অন্যান্য শিক্ষার্থীদের থেকে তাদের কে অনেক বেশি এগিয়ে রাখে। পেশাগত দায়িত্বের কারনে ক্যাম্পাস সাংবাদিকদের তাদের বয়েসের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয়। সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি আরো বলেন, জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হোক সেটা ভালো অথবা খারাপ উভয় ধরনের সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে হবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট এর নীতিমালা উল্লেখ করে তিনি বলেন অনুমতি ব্যতীত কোন ব্যক্তির গোপনীয় বিষয়ে কথা রেকর্ড অথবা ছবি নেওয়া যাবে না, তবে যদি তার সাথে জনস্বার্থ জড়িত থাকে এবং স্বাভাবিক উপায়ে নেওয়া না যায় তাহলে সেটা অনুমতি ব্যতীত নিতে হবে জনস্বার্থ রক্ষার স্বার্থে। তিনি গঠনম‚লক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আমাদের শুধু খারাপ বিষয় গুলো তুলে ধরলেই হবে না সাথে সাথে বিষয়টি কী কী উপায়ে সমাধান করা যায় সে বিষয়ে লিখতে হবে। এছাড়াও তিনি সাংবাদিকতার বিভিন্ন দিক উল্লেখ করে সেদিকে কাজ করার কথা বলেন এবং ক্যাম্পাস সাংবাদিকদের আরো বেশি দক্ষ হয়ে উঠতে বিভিন্ন কোর্স ও কর্মশালা আয়োজন এর কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আলম হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের সাহসী ভ‚মিকা ও সত্য প্রকাশে তাঁদের দৃঢ়তা প্রশংসার দাবিদার।
যবিপ্রবিসাসের নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যবিপ্রবিসাস আগামী বছরকে নিউজ বছর ঘোষনা করছে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শহীদ মসিয়‚র রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, জনসংযোগ শাখার উপ-পরিচালক আব্দুর রশিদ, যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও যবিপ্রবি সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।