ডু অর ডাই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী টাইগার কোচ
- Update Time : ১২:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / 139
স্পোর্টস ডেস্ক
ডু অর ডাই ম্যাচ, সুপার ফোরে যেতে যে করেই হোক আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। আগের ম্যাচে ব্যাটিং ডিপার্টমেন্টের ভরাডুবি, তবুও দারুণ আত্মবিশ্বাসী চান্ডিকা হাথুরুসিংহে।
একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন টাইগার হেড কোচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
ক্যান্ডি থেকে লাহোর, দেশ আর শহর দুটোই বদলেছে। কিন্তু গত তিনদিনে মাথার উপর চাপটা সে একই রকম আছে। ম্যাচ ডেতেও সে চাপ নিয়েই টাইগারদের মাঠে নামতে হবে। উপায় নেই, সমীকরণের মারপ্যাঁচে সুতোয় ঝুলে আছে সাকিবদের সুপার ফোরের আশা।
ম্যাচটি যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই জয়ের কোন বিকল্প নেই। তবে শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে ৫ তারিখ শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও। সেখানে আফগানরা হারলে সমীকরণ সোজা। সুপার ফোরে পৌঁছে যাবে টাইগাররা। কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারালেই বিপদ, যদি কিন্তুর চক্করে পড়বে সাকিবরা। রান রেটে এগিয়ে থাকবে যারা সুপার ফোর নিশ্চিত করবে তারা।
তাই সুপার সানডেতে আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। টাইগার স্কোয়াড ডাবল চাপ। আফগান বোলিং নিয়ে যত ভয় হেড কোচের।
সংবাদ সম্মেলনে চান্ডিকা বলেছেন, আমি মনে করি আফগানিস্তানের বোলিং বিশ্বের অন্যতম সেরা। তাদের বোলিং আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কিছুক্ষেত্রে সফলও হয়েছে। তবে ম্যাচের দিন কে কেমন খেলে তার ওপর সব নির্ভর করবে।
লাহোরের বিগ ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। অন্তত ওপেনিংয়ে একটা পরিবর্তন তো নিশ্চিতই বলা চলে। এনামুল বিজয় আসতে পারেন বেস্ট ইলেভেনে। সেক্ষেত্রে কার কপাল পুড়বে? নাইম শেখ নাকি তানজিদ তামিমের। নাকি টিম ম্যানেজম্যান্ট মেক শিফট ওপেনার ট্রাই করবে?
৫ দিন আগ থেকেই পাকিস্তানে আফগানরা। আর মাত্র একদিনের অনুশীলনেই মাঠে নামবে টাইগাররা। লাহোরের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টসটাও রাখবে বড় ভূমিকা। সবশেষ পিএসএলে ৯ ম্যাচ হয়েছে এখানে যেখানে ৮ বারই জিতেছে আগে ব্যাট করা দল। গাদ্দাফি স্টেডিয়ামে সবশেষ ওয়ানডে খেলা হয়েছে ২০২২ সালে। ওই বছরে ৩ ম্যাচে সেঞ্চুরি সংখ্যা ৬ টি।
চান্ডিকা বলেছেন, আমাদের টপ অর্ডারে অভিজ্ঞদের হারানো বড় চ্যালেঞ্জ। এটা যে কোনো দলের জন্যই সত্যি। তবে কিছু করার নেই। আমাদের একজন চোটের সঙ্গে লড়ছে এবং আরেকজন অসুস্থ। সুতরাং দলে এখন যারা আছেন, তাদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। আর তারা প্রতিভাবান, তাই তারা দলে আছেন।
লাহোরে রানের খেলা হবে সেটা নিশ্চিত। আগের ম্যাচে ৪৪ ওভারে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে তো? সে উত্তর আজকের ম্যাচেই জানা যাবে।