কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Update Time : ০৮:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / 140

কুমিল্লা প্রতিনিধি-

কুমিল্লায় আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী যুবদল নেতা ফিরোজ মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন, বিএনপি নেতা মফিজুল, আবদুর রহমানসহ আহত নেতৃবৃন্দের হত্যার প্রচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ বিশ্বরোডে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্যে নেতাকর্মীরা বলেন, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্লাহর নেতৃত্ব আওয়ামী লীগ ও যুবলীগের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী গৈয়ারভাঙা বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করে উন্দানিয়া গ্রামে আমাদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি ছুরে। এতে নেতাকর্মীরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবেনা।

তারা আরও বলেন, মনিরুল হক চৌধুরী শুধু কুমিল্লার নেতা নয়, তিনি জাতীয় নেতা। ওনার আগমনে যাদের সহ্য হয়না তারাই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিতে চায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে এর দায়ভার আওয়ামীলীগ সরকারকেই নিতে হবে।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, গলিয়ারা উত্তর বিএনপি, পূর্ব জোড়কানন ইউনিয়ন বিএনপি, পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপি, বিজয়পুর ইউনিয়ন বিএনপি, বারপাড়া ইউনিয়ন বিএনপি, চৌয়ারা ইউনিয়ন বিএনপি ও দক্ষিণ মহানগরের ৯টি ওয়ার্ডসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

কুমিল্লা প্রতিনিধি-

কুমিল্লায় আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী যুবদল নেতা ফিরোজ মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন, বিএনপি নেতা মফিজুল, আবদুর রহমানসহ আহত নেতৃবৃন্দের হত্যার প্রচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ বিশ্বরোডে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্যে নেতাকর্মীরা বলেন, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্লাহর নেতৃত্ব আওয়ামী লীগ ও যুবলীগের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী গৈয়ারভাঙা বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করে উন্দানিয়া গ্রামে আমাদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি ছুরে। এতে নেতাকর্মীরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবেনা।

তারা আরও বলেন, মনিরুল হক চৌধুরী শুধু কুমিল্লার নেতা নয়, তিনি জাতীয় নেতা। ওনার আগমনে যাদের সহ্য হয়না তারাই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিতে চায়। পরিস্থিতি খারাপের দিকে গেলে এর দায়ভার আওয়ামীলীগ সরকারকেই নিতে হবে।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, গলিয়ারা উত্তর বিএনপি, পূর্ব জোড়কানন ইউনিয়ন বিএনপি, পশ্চিম জোড়কানন ইউনিয়ন বিএনপি, বিজয়পুর ইউনিয়ন বিএনপি, বারপাড়া ইউনিয়ন বিএনপি, চৌয়ারা ইউনিয়ন বিএনপি ও দক্ষিণ মহানগরের ৯টি ওয়ার্ডসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।