চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন
- Update Time : ০৮:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / 286
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার চালু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) রাতে ফিতা কেটে এর উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
এছাড়া, চাঁদপুরে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার। এসময় নেতাকর্মীদের একযোগে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্মার্ট কর্নার উদ্বোধন শেষে আলোচনা সভায় সুজিত রায় নন্দী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সবাইকে প্রযুক্তির সঙ্গে মিল রেখে একসঙ্গে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অন্য এক উচ্চতায় বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মার্ট কর্নার চালু হওয়ায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ গ্রহণ করে আমাদের আরও সমৃদ্ধ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে এই কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’