টাইগারদের এবার লক্ষ্য এশিয়ার শ্রেষ্ঠত্ব
- Update Time : ১২:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / 180
স্পোর্টস ডেস্কঃ
রোববার লঙ্কায় উড়াল দেবে সাকিব বাহিনী। প্রত্যাশাটা বিশাল এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফিরবে টাইগাররা। তিনবারের রানার্সআপ হওয়ার বেদনা ঘোচাবে ওরা। কিন্তু বাস্তবতা আসলেই কি বলছে? এশিয়ার বাকি দলগুলোর বিপক্ষে সত্যিই কি পেরে উঠবে বাংলাদেশ? নাকি কেবলই আকাশকুসুম স্বপ্ন দেখছে লাল-সবুজরা?
সাবেক টাইগার পেসার তাপস বৈশ্যর মুখে এমন মন্তব্য শুনে হয়তো আপনার মেজাজ বিগড়ে যেতেই পারে। কিন্তু টাইগারদের পারফরম্যান্স আর এভিলিটি বিচার বিশ্লেষণে নিমিষেই দূর হবে আগের সব ধারণা।
এশিয়া কাপ নিয়ে আকাশ ছোয়া স্বপ ওদের। তাইতো একের পর এক পরিকল্পনা, বিকল্প ক্রিকেটার খোজা আর দিনের পর দিন অনুশীলনে ঘাম ঝরানো। সবমিলিয়ে এশিয়া কাপে নিজেদের ফেভারিট ভাবতেই পারে টিম টাইগার্স। কিন্তু বাস্তবতা কী বলছে? সত্যিই কি এশিয়া কাপে ফেভারিট বাংলাদেশ নাকি সবটাই কেবল আকাশ কুসুম কল্পনা?
ইনজুরির কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের। যার বড়সড় প্রভাবের আশঙ্কা দেখা দিচ্ছে ওপেনিংয়ে। আর যারাই আছেন ভুগছেন ফর্মহীনতায়।
এই যেমন লিটন কুমার দাস। গত কয়েকটা টি-টোয়েন্টি লিগে সুপার ফ্লপ এলকেডি। সবশেষ এলপিএলে ৩ ম্যাচে ওর ব্যাটে রান মোটে ৩৪। গড়টা ১১ এর একটু বেশি। ওপেনিংয়ে ফর্মহীনতায় ভুগছেন নাইম শেখও। তবুও নাইমেই ভরসা হাথুরুর।
এবার দলের টপ অর্ডারের দিকে নজর দেয়া যাক। নাজমুল শান্ত। যার উপর রান তোলার গুরু দায়িত্ব। কিন্তু সবশেষ ওয়ানডে সিরিজটা আপনাকে করবে হতাশ।
আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৮ গড়ে ৬৬ স্ট্রাইকরেটে ২৪ রান করেন এই টাইগার ব্যাটার। এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই শঙ্কার জন্ম দিচ্ছে।
এবার দলের কাপ্তান সাকিব আল হাসানের সবশেষ ওয়ানডে সিরিজটার পারফরম্যান্স দেখে নেয়া যাক।
আফগানদের বিপক্ষে খুব একটা জ্বলে উঠতে পারেননি বিশ্বসেরা। ৩ ম্যাচে ২৬ গড়ে ৭৯ রান পেয়েছেন নাম্বার ওয়ান। যদিও এরপর বেশ কয়েকটা টি-২০ টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু সবশেষ ওয়ানডে সিরিজ বিবেচনা করলে খুব একটা খুশি থাকার কথা নয় টাইগারদের।
দলে সবচেয়ে চিন্তার জায়গা ফিনিশিং রোল। সাবেক টাইগার পেসার তাপস বৈশ্যরও চিন্তার কারণ ঐ একটা জায়গা নিয়েই।
নাম্বার সেভেনের দায়িত্বে আছেন তিনজন। আফিফ, শামীম আর মাহাদী। এর মধ্যে আফিফের গেলো ৯ ম্যাচের পারফরম্যান্স ভয়াবহ বার্তায়ই দেয় টাইগারদের। ৯ ম্যাচে ৬৩ স্ট্রাইকরেটে, ৮ গড়ে ওর ব্যাটে ৬৫ রান।