পরীমণির ওপরে সাকিব
- Update Time : ১২:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / 177
নিজস্ব প্রতিবেদকঃ
রেকর্ড আর সাকিব যেন পরিপূরক। অর্জনের মুকুটে এবার আরও একটি নতুন পালক যুক্ত হলো সাকিব আল হাসানের। বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক ফলোয়ার এই মুহূর্তে বিশ্বসেরা এ অলরাউন্ডারের। সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মুহূর্তে তাকে ফলো করছেন ১৬ মিলিয়ন ফলোয়ার।
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে টপকে ফেসবুকে বাংলাদেশের মোস্ট পপুলার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সাকিবের বর্তমান ফলোয়ারের সংখ্যা ১৬ মিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে থাকা চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ফলোয়ার ১৫ মিলিয়ন। আর, তিন নম্বরে আছেন মুশফিকুর রহিম (১৩ মিলিয়ন)।
আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬৫ মিলিয়ন।
এর আগে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসান ঘোষণা দেন, তিনি আর খেলবেন না।
জানা গেল সাকিবের ‘আর খেলবো না’ স্ট্যাটাসের রহস্য
নিজের ভেরিফায়েড পেজে সাকিব আল হাসান লেখেন, “আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…”। এমন স্ট্যাটাস মুহুর্তেই ভাইরাল হয়। স্ট্যাটাসের মাত্র এক ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ শেয়ার করেন। এই সময়ে ৭০ হাজারের বেশি মানুষ কমেন্ট করেন। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন কী হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের “আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…” স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।