আমদানি–রপ্তানির তথ্য ঠিকমতো না দিলে ব্যবস্থা
- Update Time : ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / 168
নিজস্ব প্রতিবেদক
দেশে ডলার সংকটের এ সময়ে আমদানি–রপ্তানির তথ্য যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকি পদ্ধতিতে আপলোড করছে না অনেক ব্যাংক। কোনো কোনো ব্যাংক এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে ভুল তথ্য দিচ্ছে। এছাড়া আমদানি–রপ্তানিতে পণ্যের দর বেশি বা কম দেখানোর বিষয়ে ব্যাংকগুলোকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা এসব বিষয়ে সতর্ক করে আলোচনা হবে। কোনো ব্যাংক ঠিক মতো তথ্য না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে আজকের ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা যায়, সভার শুরুতে মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা হবে। এ ছাড়া মামলা সংক্রান্ত ঋণ আদায় ও নিস্পত্তির অগ্রগতি তুলে ধরা হবে। এ ছাড়া সিএমএসএমই খাতে ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়ানো এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারি ও তাদের পরিবারের চিকিৎসায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে।
তবে ডলার সঙ্কট পরিস্থিতিতে এবারে মূল আলোচনা হবে আমদানি–রপ্তানির সঠিক তথ্য যথাসময়ে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেপে আপলোড, নির্ভুল তথ্য দেওয়া এবং আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং ঠেকাতে ব্যাংকারদের করণীয় বিষয়ে।