এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ-সৌম্য
- Update Time : ০১:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / 185
স্পোর্টস ডেস্ক
ইমার্জিং এশিয়া কাপ মাতিয়ে বাংলাদেশের এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা পেলেন তানজিদ তামিম। লম্বা সময় পর দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি। রাখা হয়েছে আলোচনায় থাকায় আফিফ হোসেন ধ্রুবকেও। তবে বাংলাদেশের এশিয়া কাপের দলে জায়গায় হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি মাহমুদউল্লাহ। প্রথম দুই ম্যাচে ৩০ পেরোনো ইনিংস খেললেও স্ট্রাইক রেট ছিল বেমানান। বেশ কিছুদিন ধরেই তার স্ট্রাইক রেট তুমুল আলোচনা চলছিল। এরপর আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে দল থেকে জায়গা হারান তিনি। সুযোগ মেলেনি আয়ারল্যান্ড সফর কিংবা ঘরের মাঠে আফগানিস্তান সিরিজেও। তবে এশিয়া কাপের আগে দলের সঙ্গে ফিটনেস ক্যাম্পে ছিলেন মাহমুদউল্লাহ। ইয়ো ইয়ো টেস্টের আদর্শ মান ১৮.৫ ধরা হলেও অভিজ্ঞ এই অলরাউন্ডার তুলতে পেরেছিলেন ১৭। সব মিলিয়ে তাকে ফেরানোর দাবি থাকলেও ভবিষ্যতের কথা ভেবে মাহমুদউল্লাহকে দলে রাখেননি নির্বাচকরা।
সাত নম্বর নিয়ে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে আলোচনা চলছিল। মাহমুদউল্লাহকে বাদ দেয়ার পর সেখানে পরীক্ষা করা হয়েছে মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব এবং ইয়াসির আলী রাব্বিদের। তবে সাতের বিবেচনায় শেষ পর্যন্ত টিকে গেছেন আফিফ। তার সঙ্গে রাখা হয়েছে টি-টোয়েন্টি মাতানো শামীম হোসেন পাটোয়ারিকে।
অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে মিরাজ থাকবেন সেটা অনুমেয়ভাবেই। তৃতীয় স্পিনার হিসেবে এশিয়া কাপে যাওয়ার দৌড়ে ছিলেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। সবশেষ এক বছরে এক সিরিজ বিরতি দিয়ে খেলেছেন তারা দুজন। তবে শেষ পর্যন্ত টিকে গেছেন নাসুম। শুধু বাঁহাতি এই স্পিনারই নয় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন শেখ মেহেদিও।
ওপেনিংয়ে তামিম ইকবাল না থাকায় লিটন দাসের সঙ্গে আছেন নাইম শেখ তরুণ তানজিদ তামিম। ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করায় সুযোগ দেয়া হয়েছে নাইমকে। এদিকে পেসার হিসেবে দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাইম ও নাসুম আহমেদ।