বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সময়সূচীতে পরিবর্তন
- Update Time : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / 121
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে সময় বাকি দুই মাসেরও কম। কিন্তু এর আগে সূচীতে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মোট ৯টি ম্যাচের দিনক্ষণ ও সময়ে পরিবর্তন এনেছে আইসিসি, যার মধ্যে বাংলাদেশেরই রয়েছে ৩টি ম্যাচ।
ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে জুন মাসের শেষে সূচি ঘোষণা করেছিল আইসিসি। কিন্তু তখন থেকেই জটিলতা তৈরি হয় সূচি নিয়ে। বিসিসিআই সভাপতি জয় শাহ আভাসও দেন সূচিতে পরিবর্তন আনার। এরই প্রেক্ষিতে এবার পরিবর্তিত সূচি ঘোষণা করল আইসিসি।
ভারত ও পাকিস্তানের ম্যাচটি মূলত ১৫ অক্টোবর রবিবার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচীতে এটি এক দিন আগে এগিয়ে নিয়ে আসা হয়েছে। ম্যাচটি ১৪ অক্টোবর শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফলে আগের সূচীতে সেদিন থাকা বাংলাদেশের ম্যাচটি এগিয়েছে একদিন। ম্যাচটি হবে এখন দিবা-রাত্রি। এখন ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আবার ১৪ তারিখ দুপুরে থাকা ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি হবে একদিন পর ১৫ অক্টোবর, দিল্লিতে। এ ছাড়া হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচটি ২৪ ঘন্টা এগিয়ে এসে ১২ অক্টোবর হবে। এর আগে ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের সময় মূলত নির্ধারিত ছিল দিবা-রাত্রির। এখন পরিবর্তন হয়ে একই দিনে সকাল ১০:৩০ (স্থানীয় সময়) মিনিটে শুরু হবে। লিগ পর্বের শেষের দিকে, ১২ নভেম্বর ডাবল-হেডারের ম্যাচগুলোতে তিনটি পরিবর্তন রয়েছে। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ নভেম্বর হওয়ার কথা থাকলে তা এখন হবে ১১ নভেম্বর। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি একই দিনে কোলকাতায়।
বাংলাদেশের ম্যাচ সকালে শুরু হলে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ হবে দিবারাত্রির। এদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগের খেলাটি এখন ১১ থেকে ১২ নভেম্বরে মধ্যে স্থানান্তরিত হয়েছে। সব মিলিয়ে মোট ৯টি ম্যাচের পরিবর্তন দিয়ে বুধবার চুড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি।