নাইজেরিয়ার সাথে ম্যাচ নিয়ে যা বললেন লুসি

  • Update Time : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 157

স্পোর্টস ডেস্ক

নাইজেরিয়ার সাথে ম্যাচ নিয়ে যা বললেন লুসি
নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে নিজের মন্তব্য জানালেন ইংল্যান্ডের তারকা ফুটবলার লুসি ব্রোঞ্জ।

লুসি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আরও দিতে পারি। আমরা অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি দুর্দান্ত দল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছেছি। প্রথম খেলায় আমাদের সেরা পারফরম্যান্স দেয়ার কোনো মানে নেই। আমরা এই পারফরম্যান্স কোয়ার্টার ফাইনালের জন্য বাঁচিয়ে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি খেলায় তৈরি হয়েছি। প্রতিটি খেলায় কিছু না কিছু অর্জন করেছি। ডেনমার্কের খেলায় আমরা আমাদের মূল খেলোয়াড় কেইরাকে হারিয়েছি। চীনের খেলায় আমরা খেলার গঠন পুরোপুরি বদলে দিয়েছিলাম। আজ আমরা একটি লাল কার্ড পেয়েছি। আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং এগিয়েছি। আমি মনে করি না, অন্য দল এমন প্রতিকুল পথ অতিক্রম করতে পেরেছে। একই সময়ে, আজ আমরা আমাদের পারফরম্যান্সে খুশি নই।’

গোল ডট কম জানায়, মেয়েদের ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বে দ্বিতীয় সেরা দল হিসেবে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিলো নাইজেরিয়ার সাথে। লরেন জেমস লাল কার্ড পাওয়ায় ১০ জন নিয়েই পুরো ম্যাচে ইংল্যান্ডকে খেলতে হয়েছে। শেষ পর্যন্ত দুই দল গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

নাইজেরিয়ার সাথে খেলায় ইনজুরি থেকে মাঠে নামা ওয়ালশ ফিরে আসে। তবে ওই ম্যাচে জেমসের লাল কার্ডের কারণে ইংল্যান্ডকে শেষ আটে তাদের একজন তারকা খেলোয়াড় ছাড়াই খেলতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নাইজেরিয়ার সাথে ম্যাচ নিয়ে যা বললেন লুসি

Update Time : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

নাইজেরিয়ার সাথে ম্যাচ নিয়ে যা বললেন লুসি
নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে নিজের মন্তব্য জানালেন ইংল্যান্ডের তারকা ফুটবলার লুসি ব্রোঞ্জ।

লুসি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আরও দিতে পারি। আমরা অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি দুর্দান্ত দল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছেছি। প্রথম খেলায় আমাদের সেরা পারফরম্যান্স দেয়ার কোনো মানে নেই। আমরা এই পারফরম্যান্স কোয়ার্টার ফাইনালের জন্য বাঁচিয়ে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি খেলায় তৈরি হয়েছি। প্রতিটি খেলায় কিছু না কিছু অর্জন করেছি। ডেনমার্কের খেলায় আমরা আমাদের মূল খেলোয়াড় কেইরাকে হারিয়েছি। চীনের খেলায় আমরা খেলার গঠন পুরোপুরি বদলে দিয়েছিলাম। আজ আমরা একটি লাল কার্ড পেয়েছি। আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং এগিয়েছি। আমি মনে করি না, অন্য দল এমন প্রতিকুল পথ অতিক্রম করতে পেরেছে। একই সময়ে, আজ আমরা আমাদের পারফরম্যান্সে খুশি নই।’

গোল ডট কম জানায়, মেয়েদের ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বে দ্বিতীয় সেরা দল হিসেবে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিলো নাইজেরিয়ার সাথে। লরেন জেমস লাল কার্ড পাওয়ায় ১০ জন নিয়েই পুরো ম্যাচে ইংল্যান্ডকে খেলতে হয়েছে। শেষ পর্যন্ত দুই দল গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

নাইজেরিয়ার সাথে খেলায় ইনজুরি থেকে মাঠে নামা ওয়ালশ ফিরে আসে। তবে ওই ম্যাচে জেমসের লাল কার্ডের কারণে ইংল্যান্ডকে শেষ আটে তাদের একজন তারকা খেলোয়াড় ছাড়াই খেলতে হবে।