থানায় জিডি, চারজনের বিরুদ্ধে অভিযোগ অপু বিশ্বাসের

  • Update Time : ০৩:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 254

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘অপমানজনক’ মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছাড়াও ডিবি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন চিত্রনায়িকা অপু। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয় জায়গা থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় থানায় গিয়েছিলেন অপু বিশ্বাস। ফেসবুকে কুরুচিপূর্ণ এবং অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে থানায় জানিয়েছেন চিত্রনায়িকা। চারটি লিংক সংযুক্ত করে জিডি করেছেন অপু।

অপু বিশ্বাস আরও জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ তাকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ঢালিউড কুইনের ভাষ্য, দেড়-দুই বছর ধরে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানান অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন কেউ কেউ। এতে সামাজে ও পারিবারে তার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। কিছু মানুষ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে এসব করছেন। প্রথম দিকে এসবে গুরুত্ব দেননি তিনি। এখন বাধ্য হয়েই জিডি ও অভিযোগ করেছেন অপু বিশ্বাস।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাইয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। রোববার দুপুরে পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী।

এর আগে গতকাল রাতে হঠাৎ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা। রাত সাড়ে ৮টার দিকে চুপিসারে থানায় যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন।

থানায় নায়িকার আগমনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। তিনি জানিয়েছেন, অপু বিশ্বাসের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে নায়িকাকে দাওয়াত করেন তিনি। অপু বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তাই তার সঙ্গে দেখা করে গেলেন।

থানায় নায়িকা কোনো আইনি বিষয়ে কথা বলেছেন কিনা, এ প্রশ্নের উত্তরে ওসি জানান, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় এসেছিলেন অপু বিশ্বাস। তাকে না জানিয়ে হঠাৎ করেই থানায় উপস্থিত হয়েছিলেন এ নায়িকা।

এসব বিষয়ে ঢালিউড কুইনের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য মিলছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অপু বিশ্বাসের যাতায়াতকে ভিন্ন চোখে দেখছেন বিনোদনপ্রেমীরা। এমনিতেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে অপু বিশ্বাসের জমে ওঠা রসায়ন অনেক গুঞ্জনের জন্ম দিয়েছে। ভক্তরা ভাবছেন, অতীত ভুলে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দেবেন অপু-শাকিব। আমেরিকায় দুই তারকার অবাধ ঘোরাঘুরি ভক্তদের সেই সন্দেহের গোড়া আরও মজবুত করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


থানায় জিডি, চারজনের বিরুদ্ধে অভিযোগ অপু বিশ্বাসের

Update Time : ০৩:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘অপমানজনক’ মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছাড়াও ডিবি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানায় জিডি করেন চিত্রনায়িকা অপু। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয় জায়গা থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে।

জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় থানায় গিয়েছিলেন অপু বিশ্বাস। ফেসবুকে কুরুচিপূর্ণ এবং অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে থানায় জানিয়েছেন চিত্রনায়িকা। চারটি লিংক সংযুক্ত করে জিডি করেছেন অপু।

অপু বিশ্বাস আরও জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ তাকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

ঢালিউড কুইনের ভাষ্য, দেড়-দুই বছর ধরে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানান অপমানজনক মন্তব্য করে যাচ্ছেন কেউ কেউ। এতে সামাজে ও পারিবারে তার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। কিছু মানুষ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে এসব করছেন। প্রথম দিকে এসবে গুরুত্ব দেননি তিনি। এখন বাধ্য হয়েই জিডি ও অভিযোগ করেছেন অপু বিশ্বাস।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাইয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। রোববার দুপুরে পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী।

এর আগে গতকাল রাতে হঠাৎ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা। রাত সাড়ে ৮টার দিকে চুপিসারে থানায় যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন।

থানায় নায়িকার আগমনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। তিনি জানিয়েছেন, অপু বিশ্বাসের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে নায়িকাকে দাওয়াত করেন তিনি। অপু বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তাই তার সঙ্গে দেখা করে গেলেন।

থানায় নায়িকা কোনো আইনি বিষয়ে কথা বলেছেন কিনা, এ প্রশ্নের উত্তরে ওসি জানান, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় এসেছিলেন অপু বিশ্বাস। তাকে না জানিয়ে হঠাৎ করেই থানায় উপস্থিত হয়েছিলেন এ নায়িকা।

এসব বিষয়ে ঢালিউড কুইনের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য মিলছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অপু বিশ্বাসের যাতায়াতকে ভিন্ন চোখে দেখছেন বিনোদনপ্রেমীরা। এমনিতেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে অপু বিশ্বাসের জমে ওঠা রসায়ন অনেক গুঞ্জনের জন্ম দিয়েছে। ভক্তরা ভাবছেন, অতীত ভুলে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দেবেন অপু-শাকিব। আমেরিকায় দুই তারকার অবাধ ঘোরাঘুরি ভক্তদের সেই সন্দেহের গোড়া আরও মজবুত করেছে।