ই-ব্যাংকিং সেবা নিশ্চিতের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
- Update Time : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / 167
শাহিন রাজা, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-ব্যাংকিং সেবা নিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করেন তারা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হল: ই-ব্যাংকিং সেবা নিশ্চিত করা, পোষ্য কোটায় শুন্য নাম্বারে নয় যোগ্যতায় ভর্তি করা, ইন্টারনেট সেবা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ বৃদ্ধি, পরিবহন ভোগান্তি নিরসন ও ছুটির দিনে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন ও কর্মকর্তাদের কর্মবিরতির নামে হয়রানি বন্ধ করা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, প্রতিবার ভর্তি ফি, সেমিস্টার পরীক্ষার ফি দিতে ঘন্টাব্যাপী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের। ই-ব্যাংকিং সেবা চালু হলে আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের সন্তানদের অনুত্তীর্ণ ফলাফলের গ্লানি ক্লাসের বাকি শিক্ষার্থীদের বইতে হয়। এতে একটি সেমিস্টার শেষ করতে প্রায় ৯ মাস চলে যায়। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে। এদিকে পুরনো পদ্ধতিতে সার্টিফিকেট তুলতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের।
এদিকে মানববন্ধন শেষে উপাচার্যের কার্যালয়ে দাবিসমূহ উত্থাপন করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, আমরা সবসময় প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় ভালো চলুক। শিক্ষার্থীদের দাবিগুলো আমরা কাজ করছি। আমরা বসে নেই, সমাধানের জন্য লেগে আছি।