আর্জেন্টিনার পর বিদায় নিলো ব্রাজিলও

  • Update Time : ০৭:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / 187

স্পোর্টস ডেস্ক

নারী বিশ্বকাপ ফুটবল আসর থেকে আর্জেন্টিনা বিদায় নেয়ার এক ঘণ্টা পরেই একই পথে হাঁটল আরেক লাতিন দল ও আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। দুর্দান্ত খেলেও খর্ব শক্তির ক্যারিবিয়ান দল জ্যামাইকার সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় বলতে হলো হচ্ছে ব্রাজিলকে। ঘণ্টাখানেক আগেই আর্জেন্টিনাকে বিদায় করে সুইডেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবারের ম্যাচে জিততেই হতো ব্রাজিলকে। অন্যদিকে হার এড়ালে পরের পর্ব নিশ্চিত জ্যামাইকার জন্য। এমন সমীকরণের মুখে ব্রাজিল ফিরিয়ে আনে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তাকে। নারী এবং পুরুষ মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল তার। কিন্তু এদিন জ্যামাইকার জমাট রক্ষণের সামনে অসহায় ছিলেন এই ফরোয়ার্ড।

মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। আসরে নিজের প্রথম ম্যাচে হ্যাট্রিক করা বোর্জেস শুরু থেকেই ছিলেন কিছুটা নিষ্প্রভ। প্রথমার্ধে তাই গোলশূন্য। মার্তা কয়েকবার হুমকি ছড়ালেও কাজের কাজ হয়নি। এই বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে থাকলেও সময়টা উপভোগ করতে পারেননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই নারী ফুটবলার।

অন্যদিকে জ্যামাইকা গোটা ম্যাচ খেলেছে রক্ষণাত্মক কৌশলে। চার ডিফেন্ডার এবং এক হোল্ডিং মিডফিল্ডার নিয়ে দল সাজান কোচ পিয়া স্নডহেগ। তার সেই কৌশল কাজেও লেগেছে। পুরো ম্যাচেই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন জ্যামাইকার গোলরক্ষক। সাতটি গোলের চেষ্টা তিনি একাই ফিরিয়েছেন। ফলে শেষপর্যন্ত গোলশূন্য ড্র-তেই শেষ হয়েছে দুই দলের লড়াই।

Tag :

Please Share This Post in Your Social Media


আর্জেন্টিনার পর বিদায় নিলো ব্রাজিলও

Update Time : ০৭:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

নারী বিশ্বকাপ ফুটবল আসর থেকে আর্জেন্টিনা বিদায় নেয়ার এক ঘণ্টা পরেই একই পথে হাঁটল আরেক লাতিন দল ও আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। দুর্দান্ত খেলেও খর্ব শক্তির ক্যারিবিয়ান দল জ্যামাইকার সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় বলতে হলো হচ্ছে ব্রাজিলকে। ঘণ্টাখানেক আগেই আর্জেন্টিনাকে বিদায় করে সুইডেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবারের ম্যাচে জিততেই হতো ব্রাজিলকে। অন্যদিকে হার এড়ালে পরের পর্ব নিশ্চিত জ্যামাইকার জন্য। এমন সমীকরণের মুখে ব্রাজিল ফিরিয়ে আনে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তাকে। নারী এবং পুরুষ মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল তার। কিন্তু এদিন জ্যামাইকার জমাট রক্ষণের সামনে অসহায় ছিলেন এই ফরোয়ার্ড।

মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। আসরে নিজের প্রথম ম্যাচে হ্যাট্রিক করা বোর্জেস শুরু থেকেই ছিলেন কিছুটা নিষ্প্রভ। প্রথমার্ধে তাই গোলশূন্য। মার্তা কয়েকবার হুমকি ছড়ালেও কাজের কাজ হয়নি। এই বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে থাকলেও সময়টা উপভোগ করতে পারেননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই নারী ফুটবলার।

অন্যদিকে জ্যামাইকা গোটা ম্যাচ খেলেছে রক্ষণাত্মক কৌশলে। চার ডিফেন্ডার এবং এক হোল্ডিং মিডফিল্ডার নিয়ে দল সাজান কোচ পিয়া স্নডহেগ। তার সেই কৌশল কাজেও লেগেছে। পুরো ম্যাচেই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন জ্যামাইকার গোলরক্ষক। সাতটি গোলের চেষ্টা তিনি একাই ফিরিয়েছেন। ফলে শেষপর্যন্ত গোলশূন্য ড্র-তেই শেষ হয়েছে দুই দলের লড়াই।