চট্টগ্রাম-১০ উপনির্বাচনে ভোট চলছে
- Update Time : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / 158
জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে আটটায় টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এছারা আগ্রাবাদ আল জাবের ইনস্টিটিউটে ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম।হালিশহর-ডাবলমুড়িং-পাহাড়তলী এলাকা নিয়ে চট্টগ্রাম-১০ আসন।
এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে ইভিএমএ। ভোট সুষ্ঠু করতে ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহল দল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের।
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন।
গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।