হাসপাতালে আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল
- Update Time : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / 101
নিজস্ব প্রতিবেদক
ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।
প্রাধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে যাচ্ছেন।
এর আগে গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অবস্থান নিয়ে জামায়েত-বিএনপি ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
পরে আমানসহ আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী গাবতলীর এস এ খালেক বাস স্টান্ডের সামনে আসলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পাশ থেকে স্লোগান দিচ্ছিলো। এমন অবস্থায় আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় গাবতলীর আশপাশ থেকে বিএনপির কয়েকজন কর্মীকেও আটক করা হয় বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
এদিকে সকাল ৯টা থেকে গাবতলী এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা দখল করে আছেন। এছাড়া তাদের একাংশ মোটরসাইকেল নিয়ে বারবার শো-ডাউন দিতে থাকে।