তাকসিমের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ
- Update Time : ০৯:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / 144
নিজস্ব প্রতিবেদক
তাকসিমের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আলোচিত তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব এসেছে সংস্থাটির পর্ষদ সভায়।
মঙ্গলবার ওয়াসার পর্ষদ সভার এ প্রস্তাব অনুমোদন হলে সপ্তমবারের মতো বাড়বে তাকসিম এ খানের মেয়াদ।
২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তাকসিম। আগামী ১৪ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। মার্কিন নাগরিক তাকসিমের মেয়াদ সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২০ সালে অক্টোবরে।
অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়াসারে সবচেয়ে দীর্ঘসময়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা তাকসিম এ খানের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলাও করেছে। এছাড়া তার ‘অবৈধ সম্পদ’ আছে কিনা সে খোঁজেও নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
এই নিয়ে সপ্তমবারের মতো তাকসিমের চাকুরির মেয়াদ বাড়ছে। এবার সহ আগের ছয় দফা মেয়াদ বৃদ্ধির তারিখগুলো নিচে দেয়া হলো:
প্রথম দফা: প্রথম দফায় তিনি নিয়োগ পান ২০০৯ সালের ১৪ই অক্টোবর। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তিনি সেবার নিয়োগ পান। অভিযোগ আছে সেই সময় তাকসিমের আবেদনের যোগ্যতাই ছিলো না। বেআইনীভাবে তিনি নিয়োগ পান।
দ্বিতীয় দফা: প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড তিন বছরের প্রস্তাব দিলে সরকার ২০১২ সালে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না গিয়ে এভাবে মেয়াদ বৃদ্ধি পরিষ্কারভাবে বিধিমালা লংঘন।
তৃতীয় দফা: ২০১২ সালে বোর্ডের করা তিন বছরের প্রস্তাবের অবশিষ্ট দুই বছরের মেয়াদ ২০১৩ সালে অবৈধভাবে বৃদ্ধি করা হয়।
চতুর দফা: ২০১৫ সালের তাকসিমের ঘনিষ্ঠ জুয়েনা আজিজ বোর্ড চেয়ারম্যান থাকাকালীন পত্রিকায় লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে নিজের দেয়া শর্তমতো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।
পঞ্চম দফা: ২০১৮ সালে তৎকালিন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফের নির্দেশমতো বোর্ড তিন বছরের জন্য প্রস্তাব দিয়ে সেই অবৈধ নির্দেশ পালন করে।
ষষ্ঠ দফা: ২০২০ সালে বোর্ড আবারো তাকসিমের মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব দিলে সরকার তা অনুমোদন করে।
সপ্তম দফা: মঙ্গলবার বোর্ড আবারো তাকসিমের মেয়াদ তিন বছর বৃদ্ধির প্রস্তাব করে। এই প্রস্তাবে তিনজন বোর্ড সদস্য বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেন